স্টাফ রিপোর্টার,
সিরাজগঞ্জের কাজিপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ শুভগাছা ইউপির বিএনপি সমর্থিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রিপনকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে শুভগাছা ইউনিয়নের নিয়োগী বাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অহেদুজ্জামান জানান। সে ওই এলাকার র সাবেক চেয়ারম্যান আবুল তালুকদারের ছেলে।
ওসি আরও বলেন, একটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা থাকায় শুক্রবার ভোরে চরাঞ্চলে অবস্থিত চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রিপনকে আটকের পর তার কথাবার্তায় সন্দেহ হলে ঘরের মধ্যে তল্লাসী চালানো হয়। এসময় ১টি বিদেশী কাটা রাইফেল, ১টি রাইফেলের ব্যানেট, ১৫ রাউন্ড গুলি, ৭টি রামদা, ১১টি ইয়াবা ও ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটকের পর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ শিরোনাম ::
অস্ত্র ও মাদকসহ ইউপি চেয়ারম্যান আটক
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
- 265
ট্যাগস :