ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা “সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবীতে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত” জাউয়াবাজারে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্য জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা ও গৃহ নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

অ্যান্ড্রয়েডের প্যাটার্ন লক সহজেই অনুমানযোগ্য!

751
হ্যাকারদের কল্যাণে শক্তিশালী পাসওয়ার্ড সংযোজনে মানুষের দুর্বলতার কথা এখন সকলেই জানে। পাসওয়ার্ডের বিকল্প হিসেবে তাই নানা ধরনের বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার এখন সাধারণ হয়ে উঠেছে। তবে অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তায় এখন সবচেয়ে বেশি ব্যবহূত হয়ে থাকে প্যাটার্ন লক প্রযুক্তি। অ্যান্ড্রয়েড লক প্যাটার্ন (এএলপি) নামের এই প্রযুক্তিতে নয়টি ভিন্ন ভিন্ন পয়েন্টের মধ্যে ন্যূনতম চারটি পয়েন্টের সংযোগে তৈরি করতে হয় নিজস্ব একটি প্যাটার্ন। সেটিই ব্যবহূত হয়ে থাকে অ্যান্ড্রয়েড ডিভাইসের পাসওয়ার্ডের বিকল্প হিসেবে। এতদিন পর্যন্ত এই প্যাটার্ন লক প্রযুক্তিকে যথেষ্টই শক্তিশালী মনে করা হতো। তবে নওরেজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক মার্টল লগি জানাচ্ছেন, অ্যান্ড্রয়েডের এই প্যাটার্ন লকের ক্ষেত্রেও প্যাটার্নে অভিনবত্ব আনতে তেমন একটা পারঙ্গম নয় অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীরা। মার্টল লগি তার একটি থিসিসে চার হাজারেরও বেশি অ্যান্ড্রয়েড প্যাটার্ন বিশ্লেষণ করেন এবং এর মাধ্যমেই তিনি এসব প্যাটার্নের মধ্যেকার প্যাটার্ন খুঁজে বের করতে সক্ষম হন। তার বিশ্লেষণে বেরিয়ে এসেছে, অ্যান্ড্রয়েড প্যাটার্ন লক সিস্টেমের নয়টি নোডের মধ্যে ওপরের সারির সর্ববামের নোড থেকেই প্যাটার্ন আঁকতে শুরু করেন শতকরা ৪৪ ভাগ ব্যবহারকারী। আর চারটি কোণার যেকোনো একটি থেকে প্যাটার্ন আঁকতে শুরু করেন ৭৭ শতাংশ মানুষ। প্যাটার্নের যাত্রাপথ বিশ্লেষণ করে তিনি জানান, প্যাটার্ন আঁকার ক্ষেত্রে সাধারণত বাম দিক থেকে ডান দিকে অথবা ওপর থেকে নিচের দিকে যাওয়ার প্রবণতাই বেশি লক্ষ করা গেছে। আর অর্ধেকেরও বেশি মানুষ তাদের প্যাটার্নে মাত্র চারটি নোড ব্যবহার করে থাকে, যা প্যাটার্ন অনুমানের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়। অ্যান্ড্রয়েডের প্যাটার্ন লকে ন্যূনতম চারটি নোডই ব্যবহার করতে হয়। মার্টল লগি আরও জানান, প্যাটার্ন আঁকার সময় সাধারণত দিক পরিবর্তনের দিকে যান না বেশিরভাগ মানুষ। তারা একরৈখিক প্যাটার্নই তৈরি করে থাকেন। এসব প্যাটার্নের আরেকটি দুর্বল দিক হলো এসব প্যাটার্নে ইংরেজি বর্ণমালার কোনো বর্ণের প্রতিরূপ তৈরি করা। সাধারণত স্বামী-স্ত্রী বা সন্তানের নামের অদ্যাক্ষর দিয়ে অ্যান্ড্রয়েড লক করার প্যাটার্ন তৈরি করে থাকেন, এমন মানুষ কম নেই। অ্যান্ড্রয়েড লক প্যাটার্ন তৈরির ক্ষেত্রে একাধিক দিক ব্যবহার করে জটিল কোনো প্যাটার্ন তৈরির পরামর্শই দিয়েছেন মার্টল লগি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

অ্যান্ড্রয়েডের প্যাটার্ন লক সহজেই অনুমানযোগ্য!

আপডেট সময় : ০৯:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫

751
হ্যাকারদের কল্যাণে শক্তিশালী পাসওয়ার্ড সংযোজনে মানুষের দুর্বলতার কথা এখন সকলেই জানে। পাসওয়ার্ডের বিকল্প হিসেবে তাই নানা ধরনের বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার এখন সাধারণ হয়ে উঠেছে। তবে অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তায় এখন সবচেয়ে বেশি ব্যবহূত হয়ে থাকে প্যাটার্ন লক প্রযুক্তি। অ্যান্ড্রয়েড লক প্যাটার্ন (এএলপি) নামের এই প্রযুক্তিতে নয়টি ভিন্ন ভিন্ন পয়েন্টের মধ্যে ন্যূনতম চারটি পয়েন্টের সংযোগে তৈরি করতে হয় নিজস্ব একটি প্যাটার্ন। সেটিই ব্যবহূত হয়ে থাকে অ্যান্ড্রয়েড ডিভাইসের পাসওয়ার্ডের বিকল্প হিসেবে। এতদিন পর্যন্ত এই প্যাটার্ন লক প্রযুক্তিকে যথেষ্টই শক্তিশালী মনে করা হতো। তবে নওরেজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক মার্টল লগি জানাচ্ছেন, অ্যান্ড্রয়েডের এই প্যাটার্ন লকের ক্ষেত্রেও প্যাটার্নে অভিনবত্ব আনতে তেমন একটা পারঙ্গম নয় অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীরা। মার্টল লগি তার একটি থিসিসে চার হাজারেরও বেশি অ্যান্ড্রয়েড প্যাটার্ন বিশ্লেষণ করেন এবং এর মাধ্যমেই তিনি এসব প্যাটার্নের মধ্যেকার প্যাটার্ন খুঁজে বের করতে সক্ষম হন। তার বিশ্লেষণে বেরিয়ে এসেছে, অ্যান্ড্রয়েড প্যাটার্ন লক সিস্টেমের নয়টি নোডের মধ্যে ওপরের সারির সর্ববামের নোড থেকেই প্যাটার্ন আঁকতে শুরু করেন শতকরা ৪৪ ভাগ ব্যবহারকারী। আর চারটি কোণার যেকোনো একটি থেকে প্যাটার্ন আঁকতে শুরু করেন ৭৭ শতাংশ মানুষ। প্যাটার্নের যাত্রাপথ বিশ্লেষণ করে তিনি জানান, প্যাটার্ন আঁকার ক্ষেত্রে সাধারণত বাম দিক থেকে ডান দিকে অথবা ওপর থেকে নিচের দিকে যাওয়ার প্রবণতাই বেশি লক্ষ করা গেছে। আর অর্ধেকেরও বেশি মানুষ তাদের প্যাটার্নে মাত্র চারটি নোড ব্যবহার করে থাকে, যা প্যাটার্ন অনুমানের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়। অ্যান্ড্রয়েডের প্যাটার্ন লকে ন্যূনতম চারটি নোডই ব্যবহার করতে হয়। মার্টল লগি আরও জানান, প্যাটার্ন আঁকার সময় সাধারণত দিক পরিবর্তনের দিকে যান না বেশিরভাগ মানুষ। তারা একরৈখিক প্যাটার্নই তৈরি করে থাকেন। এসব প্যাটার্নের আরেকটি দুর্বল দিক হলো এসব প্যাটার্নে ইংরেজি বর্ণমালার কোনো বর্ণের প্রতিরূপ তৈরি করা। সাধারণত স্বামী-স্ত্রী বা সন্তানের নামের অদ্যাক্ষর দিয়ে অ্যান্ড্রয়েড লক করার প্যাটার্ন তৈরি করে থাকেন, এমন মানুষ কম নেই। অ্যান্ড্রয়েড লক প্যাটার্ন তৈরির ক্ষেত্রে একাধিক দিক ব্যবহার করে জটিল কোনো প্যাটার্ন তৈরির পরামর্শই দিয়েছেন মার্টল লগি।