আইপিএল নিলাম ২০ ফেব্রুয়ারি
নতুন করে আইপিএল নিলামের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৪ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও এখন সেটি অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি।
আজকেই ক্রিকেটারদের নিবন্ধনের শেষ দিন ছিল। ইতোমধ্যে ৭৫০জন ক্রিকেটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছে বিসিসিআই। টুর্নামেন্ট শুরু হবে ৫ এপ্রিল। দল গঠনে সর্বোচ্চ খরচ করা যাবে ৬৬ কোটি রুপি।
ঘোষণা অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ২৭জন ক্রিকেটার স্কোয়াডে রাখতে পারবে। যার মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারবে সর্বোচ্চ ৯জন।
এর আগে ৪ ফেব্রুয়ারি নিলাম হওয়ার কথা থাকলেও ভারতের সুপ্রিম কোর্টের আদেশে নানা পট পরিবর্তনে এর কার্যক্রম পিছিয়ে পড়ে। ভারতের সুপ্রিম কোর্টের আদেশে সভাপতি অনুরাগ ঠাকুর ও সাধারণ সম্পাদক অজয় শিরকেকে সরিয়ে দেওয়া হলে কার্যক্রমে প্রভাব পড়ে। শুধু তাই নয় তখন সংশ্লিষ্ট অনেকের ওপরই নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ।