মেষ : আজ অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনার স্ট্রেস বেড়ে যেতে পারে। বিশেষ করে রুটিন কাজগুলো আজ চিন্তা ছাড়া করে ফেলুন। বাড়ির পরে থাকা কাজগুলো পুনরুদ্ধারের জন্য আজকের দিনটি ভালো। দিনের শেষে কিছু বিনোদনের ব্যবস্থা করুন। আনন্দময় সময় পার করুন।
বৃষ : আজ আপনি আপনার মনের কথা খুলে বলুন পছন্দের মানুষটিকে। কারণ প্রেমের নিবেদনের জন্য দিনটি শুভ। এছাড়া আজ আপনার প্রেমপূর্ণ আবেগ নিয়ে স্ত্রীর কাছে যেতে পারেন। তাহলে তার অভিমান ভেঙে যেতে পারে। আজ কাজের জন্য সময় নির্ধারণ করে নিলে ভালো করবেন।
মিথুন : আজ দিনটিতে বাড়িতে আপনার জন্য কিছু সমস্যা বয়ে আনতে পারে। তাই সাবধানতা অবলম্বন করুন। খেয়াল রাখুন বাড়ির যন্ত্রপাতি বিকল হয়ে যেতে পারে। বিশেষ করে বিদ্যুৎ মেরামত করাকে প্রাধান্য দিন। নয়তো দুর্ঘটনা ঘটতে পারে। আর আগামীকাল সম্পর্কে চিন্তা করে আজকের সময় নষ্ট করার প্রয়োজন নেই।
কর্কট : সারাদিনে কিছু ধকল যেতে পারে। তাই আগে থেকেই ব্যস্ত হওয়ার দরকার নেই। আজ সব কিছু আপনার মনেরমত নাও চলেতে পারে। তবে যাই ঘটুক না কেন নিযের অবস্থান সম্পর্কে সজাগ থাকুন।
সিংহ : আজ আপনার আয় বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিৎ। বিশেষ করে আপনার ব্যবসা পরিবর্তন করা করতে হতে পারে। নিজের কাজের প্রতি যত্নবান হোন। নয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় হাতছাড়া হয়ে যেতে পারে
কন্যা : আজ থাকতে পারে কিছুটা মানসিক চাপ। তবে আপনি চাইলে দিনটিকে রোমান্টিক করে তুলতে পারেন। অংশীদারি ব্যবসায় দ্বন্দ্ব দেখা দিতে পারে। আপনার আজকের ভুলের জন্য আগামীকাল অনুশোচনা করতে হতে পারে। দিনে যে অবস্থাই হোক না কেন চিন্তার কোনো কারণ নেই। এই অবস্থা স্থায়ী হবে না।
তুলা : আজ আপনার ব্যপারে রাষ্ট্র সম্পর্কে সামান্য অনিরাপদ মনে হতে পারে। তাই যেকোনো কাজ অনেক সাবধানের সাথে করুন। ভুল কাজের জন্য জরিমান দিতে হতে পারে। নিজের স্বাস্থ্যের ব্যপারে সজাগ হোন। যেকোনো ব্যপারে নিজেকে পিছিয়ে না রেখে, নিজেকে প্রাধান্য দিন।
বৃশ্চিক : আজ দিনটি আপনার জন্য শুভ। আজ বন্ধু মহলে বাড়তে পারে প্রশংসনা। তবে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। কারো সাহায্যে ব্যয়ে করুন কিছুটা সময়। আজ মনের কষ্ট সেয়ার করার জন্য কাউকে খুব প্রয়োজন হতে পারে।
ধনু : আজ আপনাকে করতে হতে পারে কিছু বিরক্তিকর কাজ। নিজের রাগকে সংযত করুন। কিছু কাজে অযথা রাগ দেখানো ঠিক হবে না। নিজের কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আলোচনা করুন। চারিদিকে সতর্ক দৃষ্টি রাখুন।
মকর : আজ দিনটি আপনার জন্য শুভ। ব্যাগ ব্যাগেজ গুছিয়ে ফেলুন। কারণ ভ্রমনের জন্য দিনটি শুভ। অর্থ লাভের সম্ভাবনা আছে। আজ আপনি আপনার দিগন্ত বিস্তৃত করুন। আজ পেতে পারেন কিছু সম্ভাবনার নতুন দিক।
কুম্ভ : আজ দিনটি আপনার জন্য শুভ। আজ আপনার আয় বৃদ্ধি করার সম্পর্কে কিছু তথ্য পেতে পারেন। যেকোনো কাজ করার আগে সকল তথ্য যোগার করে নিন। তবে আজ নিজের মতামতকে প্রাধান্য দিন।
মীন : আজ আপনি রোমান্টিকতা বা ব্যবসা যাই হোক না কেনো যেকোনো ব্যাপারে টানাপোড়েন দেখা দিতে পারে। আজ সকলের সাথে যোগাযোগ বৃদ্ধি করলে আপনার জন্যই ভালো হবে। আজ সকল কাজ মিলেমিশে করার চেষ্টা করুন।