বিনোদন প্রতিনিধি,
মুম্বাই বোমা বিস্ফোরণের সাজাপ্রাপ্ত আসামি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত প্যারোলে মুক্তি পাচ্ছেন। তার আবেদনে পরিপ্রেক্ষিতে ৩০ দিনের প্যারোল অনুমোদন করেছে মহারাষ্ট্র প্রশাসন। বুধবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে মেয়ের অসুস্থতার কারণ দেখিয়ে প্যারোলের জন্য আবেদন করেছিলেন সঞ্জয়। এর আগেও কয়েকবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। এটি নিয়ে গণমাধ্যমে আলোচনা-সমালোচনাও কম হয়নি। দাবি করা হচ্ছে, তারকা খ্যাতির কারণে সঞ্জয় নাকি বিশেষ সুবিধা পাচ্ছেন।
এএনআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সঞ্জয়ের মেয়ের নাকের অস্ত্রেপচার করা হবে। এজন্য তার প্যারোলের আবেদন মঞ্জুর করা হয়েছে। দুইদিন আগেই পুনে বিভাগীয় কমিশনার এই আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় কাজ শেষ করে সঞ্জয় বাড়ি যাবেন। ৩০ দিনের প্যারোল আরো ৬০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। এর মানে হচ্ছে, সঞ্জয় প্যারোলে দিন মাস বাইরে থাকতে পারবেন।
বোমা হামলার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৩ সালের মে মাসে সঞ্জয়ের সাজা শুরু হয়। এর মধ্যে ১৪৬ দিন তিনি প্যারোলে বাইরে ছিলেন।