ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম ১২ কর্মকর্তাকে ঢাকায় না থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ সড়ক উপদেষ্টার

‘আমার সিলট’

‘আমার সিলট’
বজলুর রশীদ চৌধূরী
পাহাড় ঘেরা রাজ কুমারী ‘সিলট’ তোমার নাম,
রূপ নগরের রানী তুমি-তুমি মহা থাম।
দৈব সম্পদ পেয়ে ওগো আছ মহাসুখে,
মজার মজার রসের ফল তোমার কোমল বুকে।
সারা অঙ্গে ভরা যৌবন রূপ পড়ে খসে,
পানি পিয়াস মিটার কন্যা কমলালেবুর রসে।
বাংলা মায়ের রূপের বাহার-কামরূপের রানী,
তোমায় পেয়ে মগ্ন মোরা খেয়ে ঝর্ণার পানি।
বড় বড় চা বাগিচা আছ লয়ে কোলে,
আম জাম পিয়ারা লিচু অঙ্গে অঙ্গে দোলে।
ফলের রাজা মজার কাঁঠাল যৌবন রাখে ধরে,
রসে ভরা আনারস দেখলে পরান ভরে।
আহামরি সাতকরা তোমার, পেটে জনম,
রাঁধুনীদের ভুলিয়ে মন উন্দাল রাখে গরম।
হাওর, নদী, তেল, গ্যাস, চুনা পাথরের দেশ,
বৃষ্টি ঝরা পানি দিয়ে ধৌত কর কেশ।
বিশ্ব সেরা শীতল পাটী তোমার দেহের দান,
গ্রীষ্মকালে পাড়ায় পাড়ায় পাটী বুনার গান।
কৈ মাগুর গজার আর কবুতরের খেলা,
তাদের দিকে চেয়ে থাকলে চলে যায় বেলা।
কত সুন্দর ক্বীন ব্রীজ রূপ পড়ে ঝরি,
দেখলে আরো নয়ন ভরে আলী মিয়ার ঘড়ি।
সুরমা কুশি খোয়াই মনু সদা বয়ে চলে,
কত প্রাণের জীবন বাঁচে এই নদীর জলে।
সদর বাড়ীর ডাক বাংলায় বসাও লোকের আসর,
অন্দর মলে শুয়ে তুমি কাটাও রাতের বাসর।
কত রাজা মহারাজা জীবন দিয়ে গেল,
তোমার প্রেমে বিভোর হয়ে তোমায় নাহি পেল।
আয় শাম আয় শাম ডাকে হল আসাম,
তোমার গর্ভের জন্ম নিল কামরূপের শাম।
সাত পাহাড়ে তান্ত্রিক লীলা কামলাখ কামাখ্যা,
ইতিহাসের পাতায় গেলে মিলে ইহার ব্যাখা।
কন্দরেতে কাপালিক করছে বিজন বাস,
রক্তপূজা করে ওরা পুরায় মনের আশ।
ইন্দ্রজাল কোঁকা পন্ডিত মন্ত্রপুত করি,
ভেড়া বানিয়ে রাখ নাগর সিন্ধুক কোনে ভরি।
বিচিত্র এক রমনী তুমি সবই ভালবাস,
হিংসা দ্বেষ নাইকো তোমার সবার সুখে হাস।
গৌড় লাউড় বিজয় জৈয়ন্তা তোমার রূপে পাগল,
অলি সর্দার শাহ্জালাল করে দিলেন আগল।
পীর মুরিদের দেশ তোমার বাতাস ভরা রহমত,
এই রহমতে ঘুমিয়ে আছেন কত নেক বখত।
শাহ্জালালের পূন্যভুমি অলি আউলিয়ার খেলা,
ভক্ত মুরীদ ধন্য হয় এসে এই জেলা।
প্রবাসীদের মিলন মেলা তোমার পাড়ায় পাড়ায়,
মায়া ভরা ‘আমার সিলট’ গৌরবের গান গায়।
বেঁচে রহ রাজ দুলালী থাক চির সুন্দর,
সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক তোমার রূপের খবর।
তোমায় লয়ে কিংবদন্তী রসের কথা কয়,
মহা মায়ায় পড়ে সবাই তোমার কোলে রয়।
এলোকেশে দাঁড়িয়ে আছ হাতে কসুম ডালি,
যত বিলাও তত বাড়ে হয় না কভু খালি।
কপাল তুমি খোশাল তুমি কলগী তোমায় বলে,
মায়ার সিলট আমার সিলট রহমত সাথে চলে।

লেখক-মিশিগান,যুক্তরাষ্ট্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ।

‘আমার সিলট’

আপডেট সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭

‘আমার সিলট’
বজলুর রশীদ চৌধূরী
পাহাড় ঘেরা রাজ কুমারী ‘সিলট’ তোমার নাম,
রূপ নগরের রানী তুমি-তুমি মহা থাম।
দৈব সম্পদ পেয়ে ওগো আছ মহাসুখে,
মজার মজার রসের ফল তোমার কোমল বুকে।
সারা অঙ্গে ভরা যৌবন রূপ পড়ে খসে,
পানি পিয়াস মিটার কন্যা কমলালেবুর রসে।
বাংলা মায়ের রূপের বাহার-কামরূপের রানী,
তোমায় পেয়ে মগ্ন মোরা খেয়ে ঝর্ণার পানি।
বড় বড় চা বাগিচা আছ লয়ে কোলে,
আম জাম পিয়ারা লিচু অঙ্গে অঙ্গে দোলে।
ফলের রাজা মজার কাঁঠাল যৌবন রাখে ধরে,
রসে ভরা আনারস দেখলে পরান ভরে।
আহামরি সাতকরা তোমার, পেটে জনম,
রাঁধুনীদের ভুলিয়ে মন উন্দাল রাখে গরম।
হাওর, নদী, তেল, গ্যাস, চুনা পাথরের দেশ,
বৃষ্টি ঝরা পানি দিয়ে ধৌত কর কেশ।
বিশ্ব সেরা শীতল পাটী তোমার দেহের দান,
গ্রীষ্মকালে পাড়ায় পাড়ায় পাটী বুনার গান।
কৈ মাগুর গজার আর কবুতরের খেলা,
তাদের দিকে চেয়ে থাকলে চলে যায় বেলা।
কত সুন্দর ক্বীন ব্রীজ রূপ পড়ে ঝরি,
দেখলে আরো নয়ন ভরে আলী মিয়ার ঘড়ি।
সুরমা কুশি খোয়াই মনু সদা বয়ে চলে,
কত প্রাণের জীবন বাঁচে এই নদীর জলে।
সদর বাড়ীর ডাক বাংলায় বসাও লোকের আসর,
অন্দর মলে শুয়ে তুমি কাটাও রাতের বাসর।
কত রাজা মহারাজা জীবন দিয়ে গেল,
তোমার প্রেমে বিভোর হয়ে তোমায় নাহি পেল।
আয় শাম আয় শাম ডাকে হল আসাম,
তোমার গর্ভের জন্ম নিল কামরূপের শাম।
সাত পাহাড়ে তান্ত্রিক লীলা কামলাখ কামাখ্যা,
ইতিহাসের পাতায় গেলে মিলে ইহার ব্যাখা।
কন্দরেতে কাপালিক করছে বিজন বাস,
রক্তপূজা করে ওরা পুরায় মনের আশ।
ইন্দ্রজাল কোঁকা পন্ডিত মন্ত্রপুত করি,
ভেড়া বানিয়ে রাখ নাগর সিন্ধুক কোনে ভরি।
বিচিত্র এক রমনী তুমি সবই ভালবাস,
হিংসা দ্বেষ নাইকো তোমার সবার সুখে হাস।
গৌড় লাউড় বিজয় জৈয়ন্তা তোমার রূপে পাগল,
অলি সর্দার শাহ্জালাল করে দিলেন আগল।
পীর মুরিদের দেশ তোমার বাতাস ভরা রহমত,
এই রহমতে ঘুমিয়ে আছেন কত নেক বখত।
শাহ্জালালের পূন্যভুমি অলি আউলিয়ার খেলা,
ভক্ত মুরীদ ধন্য হয় এসে এই জেলা।
প্রবাসীদের মিলন মেলা তোমার পাড়ায় পাড়ায়,
মায়া ভরা ‘আমার সিলট’ গৌরবের গান গায়।
বেঁচে রহ রাজ দুলালী থাক চির সুন্দর,
সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক তোমার রূপের খবর।
তোমায় লয়ে কিংবদন্তী রসের কথা কয়,
মহা মায়ায় পড়ে সবাই তোমার কোলে রয়।
এলোকেশে দাঁড়িয়ে আছ হাতে কসুম ডালি,
যত বিলাও তত বাড়ে হয় না কভু খালি।
কপাল তুমি খোশাল তুমি কলগী তোমায় বলে,
মায়ার সিলট আমার সিলট রহমত সাথে চলে।

লেখক-মিশিগান,যুক্তরাষ্ট্র।