ঢাকা: অবশেষে স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা।
নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে রবিবার রাত থেকে কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি শুরু করে ইন্টার্নি চিকিৎসকরা।
সোমবার সকালে ইন্টার্নি চিকিৎসকরা হাসপাতাল ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে। দুপুর সোয়া ২টার দিকে তাদের হটিয়ে দেয় পুলিশ। এর পর তারা ঢামেকের ক্যাম্পাসে বিচ্ছিন্নভাবে অবস্থান নেয়।
বিকেল পৌনে ৪টার দিকে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের বরাত দিয়ে ঢামেকের উপপরিচালক ডা. খাজা আবদুল গফুর কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালে ইন্টার্নি চিকিৎসকরা অবস্থান প্রত্যাহার করে নেয়।
সোমবার রাত ৮টা থেকে ঢামেকের ইন্টার্নি চিকিৎসকরা যথারীতি হাসপাতালের দায়িত্ব পালন শুরু করবেন।
ইন্টার্নি চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. ইফাদ সামি ব্রেকিংনিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গতকাল রবিবার (০৫ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হয় এ ধর্মঘট। সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেয় তারা। তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষকরাও।
ইন্টার্নি চিকিৎসকদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে- ১. চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২. সার্বক্ষনিক ওয়ার্ডে ওয়ার্ডে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন। ৩. বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎসকদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে হবে এবং ৪. দায়িত্বপালনকালীন সময়ে ডাক্তারদের প্রতি নিরাপত্তা বিষয়ে নজর রাখতে হবে।