ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর বিজয়নগরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট “লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

ইন্টেলের রিয়েলসেন্স ক্যামেরা আসছে গুগলের ট্যাঙ্গোতে

স্টাফ রিপোর্টার,
568
থ্রিডি ম্যাপিং ও থ্রিডি স্ক্যানিংয়ের উপযোগী রিয়েলসেন্স ক্যামেরা নিয়ে অনেকদিন থেকেই কাজ করে যাচ্ছে ইন্টেল। এরই মধ্যে বেশকিছু স্মার্টফোনেও এর ব্যবহারোপযোগিতা প্রদর্শন করেছে ইন্টেল। এবারে ইন্টেলের এই রিয়েলসেন্স ক্যামেরাকে গুগলের প্রজেক্ট ট্যাঙ্গোর সাথে সংযুক্ত করার কথা জানিয়েছেন ইন্টেলের সিইও ব্রায়ান ক্র্যানিশ। গুগলের এই বিশেষ প্রকল্পের আওতায় মূলত মোবাইল ডিভাইসে থ্রিডি মোশন ট্র্যাকিংয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ইন্টেলে ডেভেলপারস কনফারেন্সে (আইডিএফ) ইন্টেল সিইও এ কথা জানান। সম্মেলনে তিনি রিয়েলসেন্স ক্যামেরা ও ট্যাঙ্গো প্রজেক্টের সমন্বিত রূপের একটি প্রোটোটাইপও প্রদর্শন করেন। এর নানাবিধ বিশেষ বিশেষ ফিচারের মধ্যে প্রফেশনাল থ্রিডি প্রিন্টিংয়ের জন্য যেকোনো ধরনের বস্তুর থ্রিডি স্ক্যানিংয়ের কথা উল্লেখ করেন ব্রায়ান। একে তিনি ‘মোবাইল ফোনের কার্যকারিতার সীমাবদ্ধতা অতিক্রমকারী’ ডিভাইস হিসেবেও অভিহিত করেন। রিয়েলসেন্স ও ট্যাঙ্গোর যৌথ উদ্যোগে থ্রিডি স্ক্যানিং, থ্রিডি ম্যাপিং ও থ্রিডি মোশন ট্র্যাকিংয়ের সুবিধা ব্যবহার করে যেকোনো স্থানের পূর্ণাঙ্গ থ্রিডি চিত্র ধারণ করা যাবে। বলতে গেলে প্রজেক্ট ট্যাঙ্গোর সহায়তায় রিয়েলসেন্স ক্যামেরার মাধ্যমে তোলা চিত্র গতানুগতিক ক্যামেরার মতো দ্বিমাত্রিক হবে না। বরং মানুষ যেভাবে কোনোকিছু দেখে থাকে, এই ক্যামেরাটিও অনেকটা তেমনই ত্রিমাত্রিক চিত্র দেখার সুবিধা করে দেবে। ফলে ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর গেম এবং অ্যাপের জন্য নতুন এক দিগন্তের সূচনা হবে। আইডিএফে প্রোটোটাইপ ডিভাইস প্রদর্শনের পাশাপশি ব্রায়ান একটি অ্যাপও প্রদর্শন করেন। এই অ্যাপটির মাধ্যমে যে কেউ তার পরিপার্শ্বের ত্রিমাত্রিক রূপটি ধারণ করতে পারেন এবং তা গেম, অ্যাপ বা অন্যান্য স্থানে ব্যবহার করার সুযোগ রয়েছে। গুগলের প্রজেক্ট ট্যাঙ্গোর সাথে রিয়েলসেন্স ক্যামেরা সমন্বিত হওয়ার সাথে সাথে এর জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটও (এসডিকে) অবমুক্ত করা হবে। এর ফলে অ্যাপ নির্মাতারা এই প্রযুক্তিকে ব্যবহার করে ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক পরিপার্শ্ব যুক্ত করতে পারবেন। ইন্টেল ইসরায়েলের একটি কারিগরি দল কাজ করেছে এর পেছনে। ইন্টেল ইসরায়েলের পক্ষ থেকে প্রজেক্ট ট্যাঙ্গোর সাথে রিয়েলসেন্স ক্যামেরার সংযোজন প্রসঙ্গে বলা হয়েছে, ‘এতে করে অ্যান্ড্রয়েড ডেভেলপাররা রিয়েলসেন্স ও ট্যাঙ্গোর জন্য সম্পূর্ণ নতুন ধরনের অ্যাপ তৈরি করতে পারবেন। এর মধ্যে থ্রিডি স্ক্যানিং, ইনডোর নেভিগেশন, ডেপথ-এনাবলড ফটোগ্রাফি ও ভিডিও, অগমেন্টেড রিয়েলিটি প্রভৃতিতে নতুন মাত্রা যুক্ত হবে।’ ইন্টেল ইসরায়েল জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ এই এসডিকে অবমুক্ত করা হবে ডেভেলপারদের জন্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

ইন্টেলের রিয়েলসেন্স ক্যামেরা আসছে গুগলের ট্যাঙ্গোতে

আপডেট সময় : ১২:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫

স্টাফ রিপোর্টার,
568
থ্রিডি ম্যাপিং ও থ্রিডি স্ক্যানিংয়ের উপযোগী রিয়েলসেন্স ক্যামেরা নিয়ে অনেকদিন থেকেই কাজ করে যাচ্ছে ইন্টেল। এরই মধ্যে বেশকিছু স্মার্টফোনেও এর ব্যবহারোপযোগিতা প্রদর্শন করেছে ইন্টেল। এবারে ইন্টেলের এই রিয়েলসেন্স ক্যামেরাকে গুগলের প্রজেক্ট ট্যাঙ্গোর সাথে সংযুক্ত করার কথা জানিয়েছেন ইন্টেলের সিইও ব্রায়ান ক্র্যানিশ। গুগলের এই বিশেষ প্রকল্পের আওতায় মূলত মোবাইল ডিভাইসে থ্রিডি মোশন ট্র্যাকিংয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ইন্টেলে ডেভেলপারস কনফারেন্সে (আইডিএফ) ইন্টেল সিইও এ কথা জানান। সম্মেলনে তিনি রিয়েলসেন্স ক্যামেরা ও ট্যাঙ্গো প্রজেক্টের সমন্বিত রূপের একটি প্রোটোটাইপও প্রদর্শন করেন। এর নানাবিধ বিশেষ বিশেষ ফিচারের মধ্যে প্রফেশনাল থ্রিডি প্রিন্টিংয়ের জন্য যেকোনো ধরনের বস্তুর থ্রিডি স্ক্যানিংয়ের কথা উল্লেখ করেন ব্রায়ান। একে তিনি ‘মোবাইল ফোনের কার্যকারিতার সীমাবদ্ধতা অতিক্রমকারী’ ডিভাইস হিসেবেও অভিহিত করেন। রিয়েলসেন্স ও ট্যাঙ্গোর যৌথ উদ্যোগে থ্রিডি স্ক্যানিং, থ্রিডি ম্যাপিং ও থ্রিডি মোশন ট্র্যাকিংয়ের সুবিধা ব্যবহার করে যেকোনো স্থানের পূর্ণাঙ্গ থ্রিডি চিত্র ধারণ করা যাবে। বলতে গেলে প্রজেক্ট ট্যাঙ্গোর সহায়তায় রিয়েলসেন্স ক্যামেরার মাধ্যমে তোলা চিত্র গতানুগতিক ক্যামেরার মতো দ্বিমাত্রিক হবে না। বরং মানুষ যেভাবে কোনোকিছু দেখে থাকে, এই ক্যামেরাটিও অনেকটা তেমনই ত্রিমাত্রিক চিত্র দেখার সুবিধা করে দেবে। ফলে ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর গেম এবং অ্যাপের জন্য নতুন এক দিগন্তের সূচনা হবে। আইডিএফে প্রোটোটাইপ ডিভাইস প্রদর্শনের পাশাপশি ব্রায়ান একটি অ্যাপও প্রদর্শন করেন। এই অ্যাপটির মাধ্যমে যে কেউ তার পরিপার্শ্বের ত্রিমাত্রিক রূপটি ধারণ করতে পারেন এবং তা গেম, অ্যাপ বা অন্যান্য স্থানে ব্যবহার করার সুযোগ রয়েছে। গুগলের প্রজেক্ট ট্যাঙ্গোর সাথে রিয়েলসেন্স ক্যামেরা সমন্বিত হওয়ার সাথে সাথে এর জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটও (এসডিকে) অবমুক্ত করা হবে। এর ফলে অ্যাপ নির্মাতারা এই প্রযুক্তিকে ব্যবহার করে ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক পরিপার্শ্ব যুক্ত করতে পারবেন। ইন্টেল ইসরায়েলের একটি কারিগরি দল কাজ করেছে এর পেছনে। ইন্টেল ইসরায়েলের পক্ষ থেকে প্রজেক্ট ট্যাঙ্গোর সাথে রিয়েলসেন্স ক্যামেরার সংযোজন প্রসঙ্গে বলা হয়েছে, ‘এতে করে অ্যান্ড্রয়েড ডেভেলপাররা রিয়েলসেন্স ও ট্যাঙ্গোর জন্য সম্পূর্ণ নতুন ধরনের অ্যাপ তৈরি করতে পারবেন। এর মধ্যে থ্রিডি স্ক্যানিং, ইনডোর নেভিগেশন, ডেপথ-এনাবলড ফটোগ্রাফি ও ভিডিও, অগমেন্টেড রিয়েলিটি প্রভৃতিতে নতুন মাত্রা যুক্ত হবে।’ ইন্টেল ইসরায়েল জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ এই এসডিকে অবমুক্ত করা হবে ডেভেলপারদের জন্য।