ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম ১২ কর্মকর্তাকে ঢাকায় না থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ সড়ক উপদেষ্টার “সিলেট পলিটেকনিকে দিনব্যাপী স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন সম্পন্ন” চোরাচালান দমনে কড়াকড়ি বিজিবির জালে কোটি টাকার পণ্য

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে দীর্ঘ শীতলতার অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে আবার দুই পক্ষে উত্তেজনা দেখা দিয়েছে। হোয়াইট হাউজের সূত্র দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের প্রক্রিয়া চলছে।

রবিবার ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে এই ব্যবস্থা নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রাচ্যের এই দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর একই ধরনের ব্যবস্থা নিয়েছিল ওবামা প্রশাসনও।

বৃহস্পতিবার বেশ কয়েকজন সিনেটর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে ইরানকে চাপ দিতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। ওই চিঠিতেই নতুন করে অবরোধ আরোপের পরামর্শ দেয়া হয়।

বৃহস্পতিবার ইরানের ওপর সামরিক ব্যবস্থার বিষয়ে কোনো ধরনের সম্ভাবনার বিষয়টি খোলাসা করতে চাননি। তবে তিনি বলেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়।’

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মিশেল ফ্লিন গত বুধবার ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। বলেন, এটি একটি উস্কানিমূলক ব্যবস্থা এবং তা জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবের বিপরীত। তবে জাতিসংঘের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

তেহরানে ইরানি নিরাপত্তা পরামর্শক আলি আকবর বেলায়াতি যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন মিথ্যাচার বলেছেন। তিনি বলেন, ট্রাম্পের উগ্রবাদী আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রবাসী নিজেই সন্তুষ্ট নন। ইরানের সরকারি সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে।

বেলায়েতি বলেন, ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় একজন অনভিজ্ঞ মানুষ। পূর্বসূরি বারাক ওবামার কাছ থেকে তার শিক্ষা নেয়া উচিত। তিনি বলেন, ‘যারা মুসলিমদের হুমকি দিচ্ছেন তাদেরকে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় যু্ক্তরাষ্ট্রের ব্যর্থতা ভুললে চলবে না।’

বেলায়েতি বলেন, তারা যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছেন সেটি তার দেশের সুরক্ষার জন্য আর এ জন্য তাদেরকে বাইরের কোনো দেশের কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন নেই।

হুমকিতে পারমাণবিক চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তির ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই চুক্তিতে দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার কথা বলা আছে। এই চুক্তির পর ইরানের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা শিথিল হয়।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে এই চুক্তির সমালোচনা করে আসছিলেন। দুই বছরের আলোচনা শেষে ২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের পাঁচ সদস্য এবং জার্মানির সঙ্গে এই চুক্তি হয় পারস্যের দেশটির।

ইরানের তেহরান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নাসের হাদিয়ান সিএনএনকে বলেন, ট্রাম্প প্রশাসন এই চুক্তি বাতিল করবে বলে তিনি মনে করেন না। তবে তারা ইরানের ওপর কিছু বিষয়ে নতুন করে অবরোধ দিতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা

আপডেট সময় : ০৫:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে দীর্ঘ শীতলতার অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে আবার দুই পক্ষে উত্তেজনা দেখা দিয়েছে। হোয়াইট হাউজের সূত্র দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের প্রক্রিয়া চলছে।

রবিবার ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে এই ব্যবস্থা নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রাচ্যের এই দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর একই ধরনের ব্যবস্থা নিয়েছিল ওবামা প্রশাসনও।

বৃহস্পতিবার বেশ কয়েকজন সিনেটর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে ইরানকে চাপ দিতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। ওই চিঠিতেই নতুন করে অবরোধ আরোপের পরামর্শ দেয়া হয়।

বৃহস্পতিবার ইরানের ওপর সামরিক ব্যবস্থার বিষয়ে কোনো ধরনের সম্ভাবনার বিষয়টি খোলাসা করতে চাননি। তবে তিনি বলেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়।’

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মিশেল ফ্লিন গত বুধবার ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। বলেন, এটি একটি উস্কানিমূলক ব্যবস্থা এবং তা জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবের বিপরীত। তবে জাতিসংঘের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

তেহরানে ইরানি নিরাপত্তা পরামর্শক আলি আকবর বেলায়াতি যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন মিথ্যাচার বলেছেন। তিনি বলেন, ট্রাম্পের উগ্রবাদী আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রবাসী নিজেই সন্তুষ্ট নন। ইরানের সরকারি সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে।

বেলায়েতি বলেন, ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় একজন অনভিজ্ঞ মানুষ। পূর্বসূরি বারাক ওবামার কাছ থেকে তার শিক্ষা নেয়া উচিত। তিনি বলেন, ‘যারা মুসলিমদের হুমকি দিচ্ছেন তাদেরকে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় যু্ক্তরাষ্ট্রের ব্যর্থতা ভুললে চলবে না।’

বেলায়েতি বলেন, তারা যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছেন সেটি তার দেশের সুরক্ষার জন্য আর এ জন্য তাদেরকে বাইরের কোনো দেশের কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন নেই।

হুমকিতে পারমাণবিক চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তির ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই চুক্তিতে দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার কথা বলা আছে। এই চুক্তির পর ইরানের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা শিথিল হয়।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে এই চুক্তির সমালোচনা করে আসছিলেন। দুই বছরের আলোচনা শেষে ২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের পাঁচ সদস্য এবং জার্মানির সঙ্গে এই চুক্তি হয় পারস্যের দেশটির।

ইরানের তেহরান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নাসের হাদিয়ান সিএনএনকে বলেন, ট্রাম্প প্রশাসন এই চুক্তি বাতিল করবে বলে তিনি মনে করেন না। তবে তারা ইরানের ওপর কিছু বিষয়ে নতুন করে অবরোধ দিতে পারে।