স্টাফ রিপোর্টার,
নির্বাচন কমিশনের শুনানিতে হাজির হওয়ার চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ইমদাদুল হক ও বিচারপতি খুরশিদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ না থাকার বিষয়ে স্পিকারের চিঠির ওপর শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। ঐ দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও দলের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকীকে নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলে চিঠি দেয়া হয়। সেখানে লতিফ সিদ্দিকীর সদস্যপদের ওপর শুনানির হওয়ার কথা। পরে নির্বাচন কমিশনের এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করেন রিট আবেদন করেন লতিফ সিদ্দিকী। আজ শুনানি শেষে হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া ও অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।