হাওয়ায় উড়ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেত্রী অপু বিশ্বাস। কারণ রোজার ঈদের পর কোরবানির ঈদেও নিজের ছবির মাধ্যমে দারুণ সফলতা পেয়েছেন এ অভিনেত্রী। তার অভিনীত ‘রাজাবাবু- দ্যা পাওয়ার’ বেশ ভাল ব্যবসা সফলতা পেয়েছে। এ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করা অপুর অভিনয়ও দর্শক প্রশংসিত হয়েছে। খুব শিগগিরই নতুন আরও বেশ কিছু ছবির শুটিং শুরু করবেন তিনি। আর তার পরপরই পূজার ছুটি কাটাতে দার্জিলিং যাবেন। বেশ কবছর ধরে এ পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছেন শুটিং শিডিউল জটিলতায়। তবে এবার সে পরিকল্পনা সফল হতে চলেছে। এরই মধ্যে ব্যস্ত
শিডিউল থেকে সপ্তাহ খানেকের ছুটি বের করেছেন। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, এরই মধ্যে সব গুছিয়ে ফেলেছি। সবার সঙ্গে আলাপ করে শুটিং শিডিউল নতুন করে সাজিয়েছি। ১৯শে অক্টোবর দার্জিলিং যাচ্ছি। সেখানে মামা ও মাসির বাড়িতে বেড়াব, পূজা উৎসবে আনন্দ করব। নায়িকা হওয়ার পর থেকে বেশিরভাগ পূজা-উৎসবে ঢাকায় থাকতে হয়েছে তাকে। এর মধ্যে দু-একবার গ্রামের বাড়ি বগুড়ায় গিয়েছেন। তবে এবারের পূজা উদযাপন আর ঢাকা কিংবা বগুড়া নয়, দার্জিলিংয়ে করবেন। তাই সব মিলিয়ে যেন উড়ছেন এ অভিনেত্রী। এদিকে ৬ই অক্টোবর থেকে ‘রাজা ৪২০’ ছবির শুটিং ও ডাবিং করছেন অপু বিশ্বাস। যা চলবে আগামীকাল পর্যন্ত। এরপর ১১ই অক্টোবর থেকে ‘রাজনীতি’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে তার। ১৫ই অক্টোবর শাকিব খান ব্যাংকক থেকে ফিরলে
১৮ই অক্টোবর পর্যন্ত আরও একটি ছবির শুটিং করবেন অপু। এরপর ১৯শে অক্টোবর সোজা দার্জিলিংয়ে উড়াল দেবেন তিনি। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, বেশ কিছু ছবির শুটিং রয়েছে এ মাসে। তবে সেগুলো আমি সেটআপ করে নিয়েছি পরিচালকদের সঙ্গে কথা বলে। এবারের ছুটিটা মিস করতে চাই না। আশা করছি পূজার ছুটি কাটিয়ে আবারও নতুন ছবির কাজে মনোযোগী হতে পারবো।
সংবাদ শিরোনাম ::
উড়ছেন অপু বিশ্বাস
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
- 316
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ