বিনোদন প্রতিনিধি,
এতদিন নানা গুঞ্জন বলিউডের আকাশে-বাতাসে ছড়িয়েছে অভিনেত্রী রানী মুখার্জিকে ঘিরে। তিনি মা হচ্ছেন। কখনও গুজব, কখনও নিশ্চিত এমন সব সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু রানী কিংবা তার পরিবারের কোন মন্তব্য ছিল না কোন সংবাদেই। তবে সমপ্রতি সে মন্তব্য মিলেছে মুম্বই মিররের এক খবরে। সেখানে রানীর ভাবী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জ্যোতি মুখার্জি বলেছেন, রানী মা হচ্ছে। বিষয়টি নিশ্চিত। আগামী জানুয়ারিতেই তার সন্তান ভূমিষ্ঠ হবে- এ নিয়ে এখন আর কোন সন্দেহ নেই। এতদিন রানী অন্তঃসত্ত্বা বিষয়ে নানা রকম খবরই শোনা গেছে। অবশ্য এবার তার ভাবীর দেয়া বক্তব্যের কল্যাণে নিশ্চিত খবরটি বেরিয়ে এসেছে। উল্লেখ্য, এ নিয়ে কম জল ঘোলা করেননি রানী নিজেও। শুধু তাই নয়। বিয়ে থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়া পর্যন্ত সব খবরই তিনি গোপন করে এসেছেন। গত বছরের ২১শে এপ্রিল আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রানী। আর সেটাও সেরেছেন সুদূর ইতালিতে। দেশে ফেরার পরও খবরটি গোপন করার চেষ্টা করেছেন এ অভিনেত্রী। এরপর কয়েক সপ্তাহ ধরে মা হওয়ার খবরটি যখন চাউর হয় তখনও অস্বীকার করেছেন রানী। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ মুহূর্তে স্বামীর বাড়িতেই রয়েছেন রানী। জানা গেছে, নভেম্বরের দিকে লন্ডন যাবেন তিনি। সেখানে কুইন সিটির একটি হাসপাতালে সন্তানটি ভূমিষ্ঠ হবে তার।
সংবাদ শিরোনাম ::
এবারের খবরটা নিশ্চিত
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
- 332
ট্যাগস :