বিশেষ প্রতিনিধি শামছুন নাহার জলি,
আরাফাত শাওন, অন্য আর দশটা ছেলের মত সেও এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু সে এ+ পাইনি। শাওন কমার্স থেকে পরীক্ষা দিয়ে 4.83 পেয়েছিল। কিন্তু বাবা-মায়ের বকা সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে।
আত্মহত্যার আগে এসমাজের মানুষগুলোকে ও রাজনীতি সম্পর্কে বিষোদগার করে গিয়েছে। এমনকি শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। সবশেষে তার কাছে কারা কারা টাকা পায় তারও একটি হিসাব দিয়ে গেছেন। চলুন দেখে নেই কি লিখেছিলেন তিনি তার সু্ইসাইড নোটে…