ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাউয়াবাজারে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্য জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা ও গৃহ নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে টেকসই উন্নয়নের সংলাপ বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরন শুরু ব্রিটেনে চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: এনএইচকেকে প্রধান উপদেষ্টা হবিগঞ্জে হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত মেহের আফরোজ শাওন গ্রেপ্তার বহিষ্কৃত নেতা সাংগঠনিক টিম প্রধান! বাংলাদেশী সংস্কৃতির বিকাশ বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের উদ্দোগে কার্ডিফে মরহুম ফিরুজ আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

ওদের কোন ক্ষমা নেই ! ‘ওরা আমাদের রেপ করেছে, আমরা ওদের খুন করব’

আন্তর্জাতিক ডেস্কঃ
540
রক্তের জবাব রক্তে। এই পণ নিয়েই একটি মহিলা ব্রিগেড গঠন করলেন ইয়াজিদি গায়িকা জেট শিংগালি। লক্ষ্য একটাই। আইএসআইএস-এর বিরুদ্ধে প্রতিশোধ। ইয়াজিদি বোনেদের উপর যৌন অত্যাচার, কৃতদাস বানিয়ে রাখা আর তাঁদেরই সম্প্রদায়ের ছেলেদের মুণ্ডচ্ছেদ। আইএসআইএস-এর এধরনের ইয়াজিদি বিদ্বেষের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে গঠন করা হয়েছে মহিলাবাহিনী। যে বাহিনীর যোদ্ধাদের বয়স ১৭ থেকে ৩০-এর মধ্যে।

নতুন সূর্যের দিশা দেখাচ্ছে ‘সান গার্লস’। এই বাহিনীর কেউ কোনওক্রমে পালিয়ে বেঁচেছে আইএসআইএস-এর হাত থেকে। কারও পরিবার আইএসআইএস-এর ইয়াজিদি নিধন যজ্ঞে নিশ্চিহ্ন। তবে, ব্যাকগ্রাউন্ড ভিন্ন হলেও, সবার টার্গেট একটাই। আইএসআইএস-এর বিরুদ্ধে প্রতিশোধ। এই যুদ্ধে যেকোনও সময় চরম বিপদ আসতে পারে, পড়তে হতে পারে আইএসআইএস জঙ্গিদের হাতে। এসব জেনেও সান গার্লসের ছোট থেকে বড় সব সেপাই অক্লেশে এই সমস্ত ঝুঁকি নিতে প্রস্তুত।

বাহিনীর সবচেয়ে ছোট সদস্য ১৭ বছর বয়সি এক ইয়াজিদি কিশোরী বলছে, ‘আমি এই বাহিনীতে যোগ দিয়েছি শুনে আমার পরিবার গর্বিত। তাঁরা সবাই আমার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। আইএসআইএস যদি আমায়া মেরেও ফেলে, তবুও আমি চিত্‍‌কার করে বলব আমি ইয়াজিদি।’ এই কিশোরীর বাড়ি-ঘর, গোটা পাড়া তছনছ করে দিয়েছে আইএসআইএস জঙ্গিরা। কিশোরীটি ও তার ভাইবোনেরা কোনওরকমে পালাতে পেরেছিল আইএসআইএস-এর হাত থেকে। বাহিনীর আর এক কিশোরী আইএসআইএস-এর নৃশংস মুণ্ডচ্ছেদের প্রসঙ্গে টেনে বলেছে, ওরা যদি এভাবে আমাদের খুন করতে পারে, তবে আমরাও ওদের এভাবেই খুন করতে পারব। আরও একজন বলছে, ওরা আমাদের রেপ করেছে, আমরা ওদের খুন করব।

এই বাহিনীর প্রতিষ্ঠাতা ও প্রধান ৩০ বছর বয়সি গায়িকা জেট সিংগালি উত্তর ইরাকের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গায়িকা হিসেবে পরিচিত। তিনি কুর্দিশ প্রেসিডেন্টের থেকে বিশেষ অনুমতি নিয়েই এই বাহিনী তৈরি করেছেন। এখনও পর্যন্ত ১২৩ জন মেয়েকে এই বাহিনীতে নিয়োগ করেছেন তিনি। জেট জানিয়েছেন, কুর্দিশ জওয়ানরা একে-৪৭সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে এই মহিলা ব্রিগেডকে। তবে, যেকোনও মুহূর্তে আইএসআইএস-এর বিরুদ্ধে আঘাত হানতে যে সান গার্লস তৈরি, তাও জানিয়ে দিয়েছেন জেট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাউয়াবাজারে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ

ওদের কোন ক্ষমা নেই ! ‘ওরা আমাদের রেপ করেছে, আমরা ওদের খুন করব’

আপডেট সময় : ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ
540
রক্তের জবাব রক্তে। এই পণ নিয়েই একটি মহিলা ব্রিগেড গঠন করলেন ইয়াজিদি গায়িকা জেট শিংগালি। লক্ষ্য একটাই। আইএসআইএস-এর বিরুদ্ধে প্রতিশোধ। ইয়াজিদি বোনেদের উপর যৌন অত্যাচার, কৃতদাস বানিয়ে রাখা আর তাঁদেরই সম্প্রদায়ের ছেলেদের মুণ্ডচ্ছেদ। আইএসআইএস-এর এধরনের ইয়াজিদি বিদ্বেষের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে গঠন করা হয়েছে মহিলাবাহিনী। যে বাহিনীর যোদ্ধাদের বয়স ১৭ থেকে ৩০-এর মধ্যে।

নতুন সূর্যের দিশা দেখাচ্ছে ‘সান গার্লস’। এই বাহিনীর কেউ কোনওক্রমে পালিয়ে বেঁচেছে আইএসআইএস-এর হাত থেকে। কারও পরিবার আইএসআইএস-এর ইয়াজিদি নিধন যজ্ঞে নিশ্চিহ্ন। তবে, ব্যাকগ্রাউন্ড ভিন্ন হলেও, সবার টার্গেট একটাই। আইএসআইএস-এর বিরুদ্ধে প্রতিশোধ। এই যুদ্ধে যেকোনও সময় চরম বিপদ আসতে পারে, পড়তে হতে পারে আইএসআইএস জঙ্গিদের হাতে। এসব জেনেও সান গার্লসের ছোট থেকে বড় সব সেপাই অক্লেশে এই সমস্ত ঝুঁকি নিতে প্রস্তুত।

বাহিনীর সবচেয়ে ছোট সদস্য ১৭ বছর বয়সি এক ইয়াজিদি কিশোরী বলছে, ‘আমি এই বাহিনীতে যোগ দিয়েছি শুনে আমার পরিবার গর্বিত। তাঁরা সবাই আমার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। আইএসআইএস যদি আমায়া মেরেও ফেলে, তবুও আমি চিত্‍‌কার করে বলব আমি ইয়াজিদি।’ এই কিশোরীর বাড়ি-ঘর, গোটা পাড়া তছনছ করে দিয়েছে আইএসআইএস জঙ্গিরা। কিশোরীটি ও তার ভাইবোনেরা কোনওরকমে পালাতে পেরেছিল আইএসআইএস-এর হাত থেকে। বাহিনীর আর এক কিশোরী আইএসআইএস-এর নৃশংস মুণ্ডচ্ছেদের প্রসঙ্গে টেনে বলেছে, ওরা যদি এভাবে আমাদের খুন করতে পারে, তবে আমরাও ওদের এভাবেই খুন করতে পারব। আরও একজন বলছে, ওরা আমাদের রেপ করেছে, আমরা ওদের খুন করব।

এই বাহিনীর প্রতিষ্ঠাতা ও প্রধান ৩০ বছর বয়সি গায়িকা জেট সিংগালি উত্তর ইরাকের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গায়িকা হিসেবে পরিচিত। তিনি কুর্দিশ প্রেসিডেন্টের থেকে বিশেষ অনুমতি নিয়েই এই বাহিনী তৈরি করেছেন। এখনও পর্যন্ত ১২৩ জন মেয়েকে এই বাহিনীতে নিয়োগ করেছেন তিনি। জেট জানিয়েছেন, কুর্দিশ জওয়ানরা একে-৪৭সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে এই মহিলা ব্রিগেডকে। তবে, যেকোনও মুহূর্তে আইএসআইএস-এর বিরুদ্ধে আঘাত হানতে যে সান গার্লস তৈরি, তাও জানিয়ে দিয়েছেন জেট।