স্টাফ রিপোর্টার,
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর ডেমরায় এক কলেজ-ছাত্রীকে মারধর করেছে বখাটেরা। ওই বখাটেরা কলেজ-ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
শনিবার দুপুরে ওই ছাত্রীকে ঘিরে ধরে তারা মারধর করে। এ দিকে এঘটনায় পুলিশ অভিযুক্ত দুই বখাটে বাবু ও ম্যাক বাবুকে আটক করেছে পুলিশ।
ডেমরা থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি শুনে তদন্ত শুরু করা হয়েছে। এ ছাড়া দুই বখাটেকে আটক করা হয়েছে। এখন ছাত্রীর পরিবারের সদস্যদের কাছ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।