ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর বিজয়নগরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট “লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

কাজ সহজ করার স্মার্ট অ্যাপ ‘উদয়’


একটি অ্যাপ থেকে ব্যবহারকারীর জিজ্ঞাসিত পূর্ণাঙ্গ ও বৈচিত্র তথ্য সেবা নিয়ে ভার্চুয়াল আকাশে উদিত হলো নতুনধারার অ্যাপ- উদয়। মঙ্গলবার রাতে বনানী’র প্রযুক্তি হাব ‘হাই-ফাই পাবলিক’ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সামনে মানবীয় কৃত্রিমবুদ্ধিমত্তা নির্ভর এই ব্যক্তিগত সহকারী-কে পরিচয় করিয়ে দেয়া হয়।

গণমাধ্যমকর্মীদের ‘নলেজ শেয়ারিং’ শীর্ষক এই অনুষ্ঠানে জানানো হয় ভ্রমণ, কেনাকাটা, বিভিন্ন বুকিং, এবং হোম সার্ভিসসহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে সেবা দিতে সক্ষম এই চ্যাটিং সহকারী।

অর্থাৎ চ্যাটবটের সাহায্যে বার্তা পাঠানোর পর খুব সহজে একান্ত সহকারী হয়ে ওঠে ‘উদয়’। অ্যাপটি’র মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার জন্য দ্বারে দ্বারে ঘোরাঘুরির দরকার নেই। উদয়’ই কাস্টমার কেয়ার সেন্টার হয়ে কাজটি করে দেবে।

উদয় কীভাবে কাজ করে এমন প্রশ্নের জবাবে এর কারিগরি দিকটি তুলে ধরেন অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান উদয় অ্যাপস লিমিটেড এর প্রধান কারিগরি কর্মকর্তা সাফকাত আলম। তিনি জানান, ৩০ শতাংশ কৃত্তিম বুদ্ধিমত্তা এবং ৭০ শতাংশ মানবীয় যোগাযোগের সম্মিলন ঘটানো হয়েছে উদয় চ্যাটিং সহায্যকারী অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করে ‘উদয়’ থেকে কাংক্ষিত সেবা পেতে সবার আগে সেবার ধরন পছন্দ করতে হবে। এরপর পূর্বে নির্বাচিত জিজ্ঞাস্য অথবা অনুরোধটি লিখে পঠাতে হবে। হাল জামানার আলাদিনের দৈত্য হয়ে মুহূর্তে হাজির হবে উদয় অ্যাসিস্ট্যান্ট। যতক্ষণ পর্যন্ত না কাজটি সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গী হয়ে থাকবে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে অ্যাপটি তাৎক্ষণিক ব্যবহারকারীর তিনটি প্রশ্নের উত্তর দিয়ে সংশ্লিষ্ট সেবাদানকারীর সঙ্গে সংযোগ ঘটিয়ে দেবে। এতে করে কৃত্রিমবুদ্ধিমত্তার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা যেমন সম্ভব হবে তেমনি ভিন্ন সেবা পেতে ভিন্ন ট্যাব ওপেন করা কিংবা ফোন করার ঝামেলা পোহাতে হবে না।

উদয়’র বৈশিষ্ট তুলে ধরে প্রধান নির্বাহী আরিফ আকরাম এ বিষয়ে বলেন, একটি অ্যাপ থেকেই সুবিধাজনক সব সেবা নিয়ে হাজির হতেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানবীয় সেবার সর্বোত্তম সেতু বন্ধন তৈরি করেছি।

অল্প কয়েকদিনের মধ্যেই উদয় এর পরবর্তী সংস্করণ ‘উদয় ফর বিজনেস’ অবমুক্ত করা হবে জানিয়ে আরিফ আকরাম বলেন, প্রাথমিক অবস্থায় পাঁচটির মতো সেবা দিতে সক্ষম হলেও আরও বড় পরিসরে সেবা দেওয়ার জন্য অ্যাপটি উন্নয়নের কাজের পাশাপাশি এখন বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আলোচনা করা হচ্ছে। এই সংস্করণটি কাস্টমার কেয়ার সাপোর্ট খাতে আমূল পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।

অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এখানেঃwww.udoy.com

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

কাজ সহজ করার স্মার্ট অ্যাপ ‘উদয়’

আপডেট সময় : ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭


একটি অ্যাপ থেকে ব্যবহারকারীর জিজ্ঞাসিত পূর্ণাঙ্গ ও বৈচিত্র তথ্য সেবা নিয়ে ভার্চুয়াল আকাশে উদিত হলো নতুনধারার অ্যাপ- উদয়। মঙ্গলবার রাতে বনানী’র প্রযুক্তি হাব ‘হাই-ফাই পাবলিক’ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সামনে মানবীয় কৃত্রিমবুদ্ধিমত্তা নির্ভর এই ব্যক্তিগত সহকারী-কে পরিচয় করিয়ে দেয়া হয়।

গণমাধ্যমকর্মীদের ‘নলেজ শেয়ারিং’ শীর্ষক এই অনুষ্ঠানে জানানো হয় ভ্রমণ, কেনাকাটা, বিভিন্ন বুকিং, এবং হোম সার্ভিসসহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে সেবা দিতে সক্ষম এই চ্যাটিং সহকারী।

অর্থাৎ চ্যাটবটের সাহায্যে বার্তা পাঠানোর পর খুব সহজে একান্ত সহকারী হয়ে ওঠে ‘উদয়’। অ্যাপটি’র মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার জন্য দ্বারে দ্বারে ঘোরাঘুরির দরকার নেই। উদয়’ই কাস্টমার কেয়ার সেন্টার হয়ে কাজটি করে দেবে।

উদয় কীভাবে কাজ করে এমন প্রশ্নের জবাবে এর কারিগরি দিকটি তুলে ধরেন অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান উদয় অ্যাপস লিমিটেড এর প্রধান কারিগরি কর্মকর্তা সাফকাত আলম। তিনি জানান, ৩০ শতাংশ কৃত্তিম বুদ্ধিমত্তা এবং ৭০ শতাংশ মানবীয় যোগাযোগের সম্মিলন ঘটানো হয়েছে উদয় চ্যাটিং সহায্যকারী অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করে ‘উদয়’ থেকে কাংক্ষিত সেবা পেতে সবার আগে সেবার ধরন পছন্দ করতে হবে। এরপর পূর্বে নির্বাচিত জিজ্ঞাস্য অথবা অনুরোধটি লিখে পঠাতে হবে। হাল জামানার আলাদিনের দৈত্য হয়ে মুহূর্তে হাজির হবে উদয় অ্যাসিস্ট্যান্ট। যতক্ষণ পর্যন্ত না কাজটি সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গী হয়ে থাকবে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে অ্যাপটি তাৎক্ষণিক ব্যবহারকারীর তিনটি প্রশ্নের উত্তর দিয়ে সংশ্লিষ্ট সেবাদানকারীর সঙ্গে সংযোগ ঘটিয়ে দেবে। এতে করে কৃত্রিমবুদ্ধিমত্তার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা যেমন সম্ভব হবে তেমনি ভিন্ন সেবা পেতে ভিন্ন ট্যাব ওপেন করা কিংবা ফোন করার ঝামেলা পোহাতে হবে না।

উদয়’র বৈশিষ্ট তুলে ধরে প্রধান নির্বাহী আরিফ আকরাম এ বিষয়ে বলেন, একটি অ্যাপ থেকেই সুবিধাজনক সব সেবা নিয়ে হাজির হতেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানবীয় সেবার সর্বোত্তম সেতু বন্ধন তৈরি করেছি।

অল্প কয়েকদিনের মধ্যেই উদয় এর পরবর্তী সংস্করণ ‘উদয় ফর বিজনেস’ অবমুক্ত করা হবে জানিয়ে আরিফ আকরাম বলেন, প্রাথমিক অবস্থায় পাঁচটির মতো সেবা দিতে সক্ষম হলেও আরও বড় পরিসরে সেবা দেওয়ার জন্য অ্যাপটি উন্নয়নের কাজের পাশাপাশি এখন বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আলোচনা করা হচ্ছে। এই সংস্করণটি কাস্টমার কেয়ার সাপোর্ট খাতে আমূল পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।

অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এখানেঃwww.udoy.com