ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরন শুরু ব্রিটেনে চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: এনএইচকেকে প্রধান উপদেষ্টা হবিগঞ্জে হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত মেহের আফরোজ শাওন গ্রেপ্তার বহিষ্কৃত নেতা সাংগঠনিক টিম প্রধান! বাংলাদেশী সংস্কৃতির বিকাশ বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের উদ্দোগে কার্ডিফে মরহুম ফিরুজ আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত নো-ভিসা ফি বৃদ্ধি ও ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধের পায়তারার দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না: মির্জা আব্বাস

কুচক্রীমহল জাসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে :ইনু

স্টাফ রিপোর্টার,
704
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পথে কোনো উত্পাত সহ্য করব না। জঙ্গিবাদের প্রশ্নে একচুলও ছাড় নয়। রবিবার শোক দিবসের আলোচনা সভায় জাসদ সম্পর্কে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের দেয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, নাশকতা আগুনসন্ত্রাস ও জঙ্গিবাদীদের বিরুদ্ধে যখন বিচার চলছে তখন কিছু কুচক্রী মহল জঙ্গিবাদের নেত্রী খালেদা জিয়াকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র শুরু করেছেন। জাসদ এসব ষড়যন্ত্র সহ্য করবে না। জাসদের প্রত্যেকটি নেতাকর্মী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর জিরো পয়েন্টে জাসদ কার্যালয়ের সামনে দলের ঢাকা মহানগরী জাসদ আয়োজিত সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধসহ সুশাসনের দাবিতে আয়োজিত মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের ছত্রছায়ায় দখলবাজির উত্পাত শুরু হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে জানবাজি লড়াই চলছে। আমরা সেই লড়াইকে বিজয়ের শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। তবে মাঝখানে দলবাজি, দখলবাজিদের উত্পাত শুরু হয়েছে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া, কেন্দ্রীয় নেতা শিরিন আখতার, নুরুল আক্তার, মইনুল আহসান জুয়েল প্রমুখ। সমাবেশ শেষে হাসানুল হক ইনুর নেতৃত্বে মিছিলটি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে জিরো পয়েন্ট হয়ে জাসদ কেন্দ্রীয় অফিসের সামনে গিয়ে শেষ হয়। জাসদ মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ‘জাসদই বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল’ শেখ সেলিমের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া গত সোমবার এক বিবৃতিতে বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মামলার দীর্ঘ তদন্ত, তদন্ত শেষে আদালতে দেয়া অভিযোগপত্র, সাক্ষীদের জেরা, আদালতের রায় ও পর্যবেক্ষণের কোথাও জাতির পিতার হত্যার সঙ্গে জাসদের সংশ্লিষ্টতার সামান্যতম বিষয় আসেনি। তারপরও শেখ সেলিম যে বক্তব্য দিয়েছেন তা শুধু সত্যের অপলাপই নয়, উদ্দেশ্যপ্রণোদিত। নেতৃদ্বয় বলেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জনগণ ও ১৪ দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর খুনি গোষ্ঠীর ও খুনের সুফলভোগীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করছে, তখন শেখ সেলিমের এ বক্তব্য ঐক্যের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরন শুরু ব্রিটেনে

কুচক্রীমহল জাসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে :ইনু

আপডেট সময় : ০৭:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫

স্টাফ রিপোর্টার,
704
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পথে কোনো উত্পাত সহ্য করব না। জঙ্গিবাদের প্রশ্নে একচুলও ছাড় নয়। রবিবার শোক দিবসের আলোচনা সভায় জাসদ সম্পর্কে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের দেয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, নাশকতা আগুনসন্ত্রাস ও জঙ্গিবাদীদের বিরুদ্ধে যখন বিচার চলছে তখন কিছু কুচক্রী মহল জঙ্গিবাদের নেত্রী খালেদা জিয়াকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র শুরু করেছেন। জাসদ এসব ষড়যন্ত্র সহ্য করবে না। জাসদের প্রত্যেকটি নেতাকর্মী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর জিরো পয়েন্টে জাসদ কার্যালয়ের সামনে দলের ঢাকা মহানগরী জাসদ আয়োজিত সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধসহ সুশাসনের দাবিতে আয়োজিত মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের ছত্রছায়ায় দখলবাজির উত্পাত শুরু হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে জানবাজি লড়াই চলছে। আমরা সেই লড়াইকে বিজয়ের শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। তবে মাঝখানে দলবাজি, দখলবাজিদের উত্পাত শুরু হয়েছে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া, কেন্দ্রীয় নেতা শিরিন আখতার, নুরুল আক্তার, মইনুল আহসান জুয়েল প্রমুখ। সমাবেশ শেষে হাসানুল হক ইনুর নেতৃত্বে মিছিলটি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে জিরো পয়েন্ট হয়ে জাসদ কেন্দ্রীয় অফিসের সামনে গিয়ে শেষ হয়। জাসদ মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ‘জাসদই বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল’ শেখ সেলিমের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া গত সোমবার এক বিবৃতিতে বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মামলার দীর্ঘ তদন্ত, তদন্ত শেষে আদালতে দেয়া অভিযোগপত্র, সাক্ষীদের জেরা, আদালতের রায় ও পর্যবেক্ষণের কোথাও জাতির পিতার হত্যার সঙ্গে জাসদের সংশ্লিষ্টতার সামান্যতম বিষয় আসেনি। তারপরও শেখ সেলিম যে বক্তব্য দিয়েছেন তা শুধু সত্যের অপলাপই নয়, উদ্দেশ্যপ্রণোদিত। নেতৃদ্বয় বলেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জনগণ ও ১৪ দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর খুনি গোষ্ঠীর ও খুনের সুফলভোগীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করছে, তখন শেখ সেলিমের এ বক্তব্য ঐক্যের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।