নিজস্ব প্রতিবেদক।। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা কোনো পারিশ্রমিক পাবেন না। রাষ্ট্রের জন্য বিনা পারিশ্রমিকে তাদের কাজটি করতে হচ্ছে। তবে কাজটি সম্মানের বলে মনে করছে সরকার।
জানতে চাইলে সার্চ কমিটিকে সাচিবিক সহায়তাকারী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সার্চ কমিটির প্রধান ও সদস্যরা রাষ্ট্রীয় কোনো পারিশ্রমিক পাবেন না। কাজটি তারা সম্মানের জন্য করছেন। বিনা পারিশ্রমিকে তারা দেশের জন্য বড় কাজটি করছেন। পারিশ্রমিকের থেকে সম্মানের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বলে সরকার মনে করে।
অবশ্য মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে একমত সার্চ কমিটির সদস্য ড. শিরীণ আখতার। তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহিত করতে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন খুবই জরুরি। রাষ্ট্রপতি এ লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে সেখানে আমরা কাজ করছি। সম্মানী পেলাম কিনা সেটি বড় কথা নয়। দেশের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করছি এটিই বড় কথা।
জানা যায়, ১০ কার্য দিবস একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে কাজ করতে হবে এই কমিটিকে। গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে কমিটি গঠিত হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশে এই কমিটি করে গত বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
অনুসন্ধান কমিটির অন্য পাঁচ সদস্য হলেন- সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং কমিটিতে একমাত্র নারী সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য শিরীণ আখতার।