ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর বিজয়নগরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট “লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

ক্ষমতার দাপট দেখাবেন না: কর্মীদের কাদের


রাজনীতি করলে মানুষকে প্রভাব দেখাতে হয় না, তাদেরকে ভালোবাসতে হয়-এই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাপট দেখানো চলবে না। মানুষদের চোখের ভাষা বুঝতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সঙ্গে মিশতে হবে।

শুক্রবার বিকালে বগুড়া শহরের আলতাফুন নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গাছের ফুল শুকিয়ে যাবে, পোস্টার ব্যানার ছিঁড়ে যাবে কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা চির অটুট থাকবে। আপনারা মানুষের সেই ভালোবাসা অর্জন করুন।’

জনগণ আওয়ামী লীগকে আবার দেশ পরিচালনার দায়িত্ব দেবে এমন আশার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল ভারী করতে খারাপ লোককে আশ্রয় দেয়া যাবে না। তিনি বলেন, ‘গুটি কয়েক খারাপ লোকের জন্য দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। দলে কোনো বসন্তের কোকিলের দরকার নেই, ক্ষমতা থেকে গেলে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের পাওয়া যাবে না।’

কর্মী সম্মেলনে নেতা-কর্মীরা ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে বরণ করতে গেলে তিনি তাদেরকে নিরুৎসাহিত করেন।

সমাবেশে বিএনপির কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, ‘তারা এখন বাংলাদেশ নালিশ পার্টি। তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর দেশ-বিদেশে নালিশ করে। তাই বিএনপিকে নিয়ে বিচলতি হওয়ার কারণ নেই।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস কোনো বিদেশি শক্তি নয়, আমাদের উৎস বাংলার জনগণ। আমরা কোনো বিদেশি শক্তির ওপর ভরসা করি না।’

নির্বাচন কমিশনে নিয়োগের জন্য সুপারিশ করতে গঠন করা সার্চ কমিটি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ‘নিরপেক্ষ লোকেরাই এই কমিটিতে আছে। তারা কোনো দল করেননি। কিন্তু বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তাদের কাছে নিরপেক্ষ মানে আজিজ (জোট সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার) মার্কা লোক।’

বগুড়া আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল জক, খালিদ মাহমুদ চৌধুরী, মির্জা আযম, সংসদ সদস্য আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

ক্ষমতার দাপট দেখাবেন না: কর্মীদের কাদের

আপডেট সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭


রাজনীতি করলে মানুষকে প্রভাব দেখাতে হয় না, তাদেরকে ভালোবাসতে হয়-এই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাপট দেখানো চলবে না। মানুষদের চোখের ভাষা বুঝতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সঙ্গে মিশতে হবে।

শুক্রবার বিকালে বগুড়া শহরের আলতাফুন নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গাছের ফুল শুকিয়ে যাবে, পোস্টার ব্যানার ছিঁড়ে যাবে কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা চির অটুট থাকবে। আপনারা মানুষের সেই ভালোবাসা অর্জন করুন।’

জনগণ আওয়ামী লীগকে আবার দেশ পরিচালনার দায়িত্ব দেবে এমন আশার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল ভারী করতে খারাপ লোককে আশ্রয় দেয়া যাবে না। তিনি বলেন, ‘গুটি কয়েক খারাপ লোকের জন্য দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। দলে কোনো বসন্তের কোকিলের দরকার নেই, ক্ষমতা থেকে গেলে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের পাওয়া যাবে না।’

কর্মী সম্মেলনে নেতা-কর্মীরা ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে বরণ করতে গেলে তিনি তাদেরকে নিরুৎসাহিত করেন।

সমাবেশে বিএনপির কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, ‘তারা এখন বাংলাদেশ নালিশ পার্টি। তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর দেশ-বিদেশে নালিশ করে। তাই বিএনপিকে নিয়ে বিচলতি হওয়ার কারণ নেই।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস কোনো বিদেশি শক্তি নয়, আমাদের উৎস বাংলার জনগণ। আমরা কোনো বিদেশি শক্তির ওপর ভরসা করি না।’

নির্বাচন কমিশনে নিয়োগের জন্য সুপারিশ করতে গঠন করা সার্চ কমিটি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ‘নিরপেক্ষ লোকেরাই এই কমিটিতে আছে। তারা কোনো দল করেননি। কিন্তু বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তাদের কাছে নিরপেক্ষ মানে আজিজ (জোট সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার) মার্কা লোক।’

বগুড়া আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল জক, খালিদ মাহমুদ চৌধুরী, মির্জা আযম, সংসদ সদস্য আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।