ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম ১২ কর্মকর্তাকে ঢাকায় না থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ সড়ক উপদেষ্টার “সিলেট পলিটেকনিকে দিনব্যাপী স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন সম্পন্ন”

ক্ষমতার দাপট দেখাবেন না: কর্মীদের কাদের


রাজনীতি করলে মানুষকে প্রভাব দেখাতে হয় না, তাদেরকে ভালোবাসতে হয়-এই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাপট দেখানো চলবে না। মানুষদের চোখের ভাষা বুঝতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সঙ্গে মিশতে হবে।

শুক্রবার বিকালে বগুড়া শহরের আলতাফুন নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গাছের ফুল শুকিয়ে যাবে, পোস্টার ব্যানার ছিঁড়ে যাবে কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা চির অটুট থাকবে। আপনারা মানুষের সেই ভালোবাসা অর্জন করুন।’

জনগণ আওয়ামী লীগকে আবার দেশ পরিচালনার দায়িত্ব দেবে এমন আশার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল ভারী করতে খারাপ লোককে আশ্রয় দেয়া যাবে না। তিনি বলেন, ‘গুটি কয়েক খারাপ লোকের জন্য দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। দলে কোনো বসন্তের কোকিলের দরকার নেই, ক্ষমতা থেকে গেলে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের পাওয়া যাবে না।’

কর্মী সম্মেলনে নেতা-কর্মীরা ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে বরণ করতে গেলে তিনি তাদেরকে নিরুৎসাহিত করেন।

সমাবেশে বিএনপির কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, ‘তারা এখন বাংলাদেশ নালিশ পার্টি। তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর দেশ-বিদেশে নালিশ করে। তাই বিএনপিকে নিয়ে বিচলতি হওয়ার কারণ নেই।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস কোনো বিদেশি শক্তি নয়, আমাদের উৎস বাংলার জনগণ। আমরা কোনো বিদেশি শক্তির ওপর ভরসা করি না।’

নির্বাচন কমিশনে নিয়োগের জন্য সুপারিশ করতে গঠন করা সার্চ কমিটি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ‘নিরপেক্ষ লোকেরাই এই কমিটিতে আছে। তারা কোনো দল করেননি। কিন্তু বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তাদের কাছে নিরপেক্ষ মানে আজিজ (জোট সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার) মার্কা লোক।’

বগুড়া আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল জক, খালিদ মাহমুদ চৌধুরী, মির্জা আযম, সংসদ সদস্য আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান

ক্ষমতার দাপট দেখাবেন না: কর্মীদের কাদের

আপডেট সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭


রাজনীতি করলে মানুষকে প্রভাব দেখাতে হয় না, তাদেরকে ভালোবাসতে হয়-এই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাপট দেখানো চলবে না। মানুষদের চোখের ভাষা বুঝতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সঙ্গে মিশতে হবে।

শুক্রবার বিকালে বগুড়া শহরের আলতাফুন নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গাছের ফুল শুকিয়ে যাবে, পোস্টার ব্যানার ছিঁড়ে যাবে কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা চির অটুট থাকবে। আপনারা মানুষের সেই ভালোবাসা অর্জন করুন।’

জনগণ আওয়ামী লীগকে আবার দেশ পরিচালনার দায়িত্ব দেবে এমন আশার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল ভারী করতে খারাপ লোককে আশ্রয় দেয়া যাবে না। তিনি বলেন, ‘গুটি কয়েক খারাপ লোকের জন্য দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। দলে কোনো বসন্তের কোকিলের দরকার নেই, ক্ষমতা থেকে গেলে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের পাওয়া যাবে না।’

কর্মী সম্মেলনে নেতা-কর্মীরা ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে বরণ করতে গেলে তিনি তাদেরকে নিরুৎসাহিত করেন।

সমাবেশে বিএনপির কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, ‘তারা এখন বাংলাদেশ নালিশ পার্টি। তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর দেশ-বিদেশে নালিশ করে। তাই বিএনপিকে নিয়ে বিচলতি হওয়ার কারণ নেই।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস কোনো বিদেশি শক্তি নয়, আমাদের উৎস বাংলার জনগণ। আমরা কোনো বিদেশি শক্তির ওপর ভরসা করি না।’

নির্বাচন কমিশনে নিয়োগের জন্য সুপারিশ করতে গঠন করা সার্চ কমিটি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ‘নিরপেক্ষ লোকেরাই এই কমিটিতে আছে। তারা কোনো দল করেননি। কিন্তু বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তাদের কাছে নিরপেক্ষ মানে আজিজ (জোট সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার) মার্কা লোক।’

বগুড়া আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল জক, খালিদ মাহমুদ চৌধুরী, মির্জা আযম, সংসদ সদস্য আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।