শাহজালাল রোহান,
চ্যানেল আইয়ের সঙ্গীতে প্রতিযোগিতা তালাশের আয়োজন ‘ক্ষুদে গানরাজ’। এর বেশ কয়েকজন বিজয়ী দারুণভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। এই প্রতিযোগিতার ষষ্ঠ আয়োজন চলছে এখন।
ষষ্ঠ পর্বের জন্য প্রাথমিক অডিশনে সারা বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলো ৩৭ হাজার প্রতিযোগী। এদের মধ্যে থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করে এখন আছে ১৯ জন। এরা হচ্ছেন- সাইফ, ঈশিকা, তিলোত্তমা, ঐন্দ্রিলা, অথি, ঐক্য জিৎ, তানিশা, পুষ্পিতা, প্রান্ত, রাইসা, দিয়া, বিজয়, অংকন, ঐশী, সজীব, স্বর্না, সৃজন, পাওয়েল ও জয়ী।
তাদের নিয়ে শুরু হতে যাচ্ছে প্রথম সেমিফাইনাল রাউন্ড। চ্যানেল আইতে সপ্তায় দুই দিন প্রচারিত হয় অনুষ্ঠানটি। প্রতি সোমবার সাতটা ৫০-এ। মঙ্গলবার সকাল ১১টায় এটি আবার দেখানো হয়। একই দিন রাত আটটায় হয় নতুন পর্ব। বুধবার সকাল ১১টায় তা আবার দেখানো হয়।
ক্ষুদে গানরাজ পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘সেমিফাইনাল পর্ব শুরু হতে যাচ্ছি। এর শুটিং নিয়ে আমরা এখন ব্যস্ত আছি।’
চ্যানেল আই থেকে জানা যায়, প্রতিযোগীদের সর্বোচ্চ বয়স ১২ বছর। এবারের প্রতিযোগিতায় প্রধান দুই বিচারক হচ্ছেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং সংগীতশিল্পী এস আই টুটুল।
প্রতিটি পর্বে সংগীত, চলচ্চিত্র ও টিভি পর্দার জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী।