বিদেশ ডেস্ক
ট্রাম্পের সঙ্গে গোরসাচ
দল-ঘনিষ্ঠ ও ট্রাম্প মনোনীত নিল গোরসাচকে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করার প্রশ্নে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডেমোক্র্যাটরা সিনেটে এই মনোনয়নের বিরোধিতা করতে পারেন, এমন পরিষ্তিতি তৈরির পর মরিয়া হয়ে উঠেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের নেতা ম্যাককিনকে তিনি বলেছেন, ‘গো নিউক্লিয়ার’ নির্দেশনা দিয়েছেন। এই ‘গো নিউক্লিয়ার’ নির্দেশনার অর্থ পারমাণবিক যুদ্ধ নয়। এককথায় বললে. সিনেটে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে এই নিয়োগে ডেমোক্র্যাটদের ভোটাধিকার বন্ধ রাখার মার্কিন সাংবিধানিক প্রক্রিয়ার চলতি নাম ‘গো নিউক্লিয়ার’। এর সঙ্গে পারমাণবিক হামলার কোনও সম্পর্ক নাই।
গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টোনিন স্ক্যালিয়া প্রয়াত হন। রক্ষণশীল অধ্যুষিত হাইকোর্ট বেঞ্চেরও একজন সদস্য ছিলেন স্ক্যালিয়া। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের হাইকোর্টে রক্ষণশীল ও লিবারেলদের মধ্যে আবারও ক্ষমতার লড়াই শুরু হয়। স্কালিয়ার মৃত্যুর আগ পর্যন্ত হাইকোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৫ জনই রক্ষণশীল ছিলেন। আর হাইকোর্ট বেঞ্চে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের নেওয়া জলবায়ু ও অভিবাসনবিষয়ক বেশ কিছু পরিকল্পনা আটকে গিয়েছিল। তবে স্কালিয়ার মৃত্যুর পর রক্ষণশীল ও উদারবাদী বিচারপতির সংখ্যা ৪-৪ এ দাঁড়ায়।
শিগগিরই কাউকে অ্যান্টোনিনের স্থলাভিষিক্ত করা হবে বলে সেসময় প্রেসিডেন্ট ওবামা ঘোষণা দিলেও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত অ্যান্টোনিনের জায়গাটি ফাঁকা রাখতে বলে রিপাবলিকানরা। পরে দশ মাসের জন্য নিয়োগ স্থগিত করা হয়। এবার নিল গোরসাচের নিয়োগ নিশ্চিত হলে সুপ্রিম কোর্টে আবারও রক্ষণশীলদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। তবে বাধ সেধেছেন ডেমোক্র্যাটরা। তারা তীব্র বিরোধিতা করছেন। সামনে আনতে চাইছেন ট্রাম্প-মনোনীত বিচারপতির বিতর্কিত ভূমিকাকে। এই প্রেক্ষাপটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট নেতা ম্যাককিনকে ‘গো নিউক্লিয়ার’ নামের নির্দেশনা দেন। বুধবার ট্রাম্প সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককওনেলকে উদ্দেশ করে সাংবাদিকদের বলেন, “আমি তাকে আহ্বান জানিয়েছি, ‘গো নিউক্লিয়ার!’ এখন বাকিটা তার উপরই নির্ভর করবে।”
মঙ্গলবার ট্রাম্প গোরসাচকে মনোনীত করার পরই ডেমোক্র্যাট সিনেটররা তার নিয়োগের বিরোধিতা করেন। ম্যাককোনেল যদিও ইঙ্গিত দিয়েছিলেন যে, অন্তত আটজন ডেমোক্র্যাট সিনেটর গোরসাচের বিরোধিতা করবেন না। তবুও ট্রাম্প তাতে নিশ্চিত হতে পারেননি। তাই গোরসাচের নিয়োগ নিশ্চিত করতে ‘নিউক্লিয়ার’ পদ্ধতি প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যার মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের বিরোধিতা সত্ত্বেও সিনেটের সমর্থন নিয়ে গোরসাচকে নিয়োগ দেওয়া যাবে।
১০০ আসনের সিনেটে ৫২টি আসন রয়েছে রিপাবলিকানদের দখলে। তবে গোরসাচকে সিনেটের অনুমোদন পেতে ৬০ সিনেটরের সমর্থন দরকার। ট্রাম্প বলেন, “যদি আমরা এখানে আবদ্ধ হয়ে পড়ি, ‘মিচ, সম্ভব হলে নিউক্লিয়ার পদ্ধতি ব্যবহার করুন। কারণ একজন মানসম্পন্ন মানুষের নিয়োগকে এড়িয়ে যাওয়াটা লজ্জাকর।”
এ প্রসঙ্গে নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বলেন, ‘নিউক্লিয়ার পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্তটি সঠিক নয়। যদি কোনও মনোনীত ব্যক্তি সিনেটে ৬০ জনের সমর্থন না পান, তাহলে এটা সিনেটের সমস্যা নয়, তা ওই মনোনীত ব্যক্তির ব্যর্থতা।’
উল্লেখ্য, সম্প্রতি কলোরাডো ফেডারেল আপিল কোর্টের বিচারপতি নিল গোরসাচকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি অ্যান্টোনিন স্ক্যালিয়ার স্থলাভিষিক্ত করতে এ মনোনয়ন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত নিয়োগ চূড়ান্ত হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করছে সিনেটের ওপর।
সূত্র: ইউএসএ টুডে।