
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ও গাইবান্ধা জেলা ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রনি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য জায়েদ বিন রশিদ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, মহানগর ছাত্রদল নেতা জাহেদ হোসেন খান জসিকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশ আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে, বিরোধী দলের নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা প্রতিনিয়ত নিপীড়িত, নির্যাতিত ও হত্যার শিকার হচ্ছে । অবৈধ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রনে ব্যর্থ হয়ে, অন্যায় ভাবে ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। সরকার গনতন্ত্রের বদলে পুলিশতন্ত্রকে তাদের সরকারী নীতি হিসেবে গ্রহণ করেছে। অবৈধ সরকারের মনতুষ্টির জন্য বিবেকবর্জিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনী গাইবান্ধা ও চট্টগ্রামে ছাত্রদল নেতাদের গ্রেফতার করেছে।
নেতৃদ্বয় আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দায়িত্বপালন না করে, সত্যিকারের জনগনের সেবক হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত সকল ছাত্রদল নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
প্রতিনিধির নাম 













