ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর বিজয়নগরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট “লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

ছিটমহলের সাবেক বাসিন্দা হাবিবুর ভারতে ভালো চাকরি প্রত্যাশী

1043
অবশেষে আজ ভারতের মূল ভূখ-ে ভ্রমণের সুযোগ পাচ্ছেন হাবিবুর রহমান। এজন্য বেশ খুশি তিনি। বাংলাদেশে ভারতের সহকারী হাই কমিশনার স্বন্দীপ মিত্র ভ্রমণ পাস অনুমোদন করায় ভারত ভ্রমণে হাবিবুরের সামনে কোন বাধা থাকছে না। বাংলাদেশের কুড়িগ্রামে অবস্থিত ভারতের দাশিয়ারছড়া ছিটমহলের সাবেক বাসিন্দা হাবিবুর রহমান। এখন এটি বাংলাদেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশের রংপুরের কারমাইকেল কলেজ থেকে ইতিহাসে মাস্টার্স করেছেন হাবিবুর। কিন্তু, কোন ভালো চাকরি এখনও জোটেনি। ভালো একটি চাকরি পাওয়ার আশা পূরণে তিনি ভারতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুধু হাবিবুর নিজেই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, তার পিতামাতাসহ পরিবারের অন্য সদস্যরা বাংলাদেশে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্টেটসম্যান।
টেলিফোনে হাবিবুর রহমান বলছিলেন, আমি ভারতের একটি ছিটমহলের বাসিন্দা ছিলাম। যেহেতু আমি ভারতীয় বংশোদ্ভূত, তাই আমি ভারতীয় জাতীয়তা বেছে নিয়েছিলাম। আমার পিতামাতা ও পরিবারের অন্য সদস্যরা নতুন বাংলাদেশে বসবাস করবেন। বাংলাদেশে আমি সার ও কীটনাশক বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। ২০১১ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে ইতিহাসে মাস্টার্স সম্পন্ন করি আমি। কিন্তু, উপযুক্ত কোন চাকরি খুঁজে পাইনি। তিনি বলেন, আমার লক্ষ্য হচ্ছে ভারতে যাওয়া ও উপযুক্ত কাজ খুঁজে বের করা। আমি সেখানে স্কুল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করবো। হাবিবুর জানাচ্ছিলেন, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনার পর প্রায় ৩২ জনের একটি দল গত সোমবার থেকে ওই অঞ্চলগুলোতে যাচ্ছেন। তারা বাংলাদেশের বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্ধা চেকপোস্টে যাওয়ার পরিকল্পনাও করেছেন। ভারতের কয়েকটি গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ভারতের মূল ভূখ-ে স্থায়ীভাবে বসতি স্থাপনের পর তারা সেখানে আত্মীয়-স্বজনসহ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাদের ভবিষ্যত পরিকল্পনার ছক তৈরি করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

ছিটমহলের সাবেক বাসিন্দা হাবিবুর ভারতে ভালো চাকরি প্রত্যাশী

আপডেট সময় : ১০:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫

1043
অবশেষে আজ ভারতের মূল ভূখ-ে ভ্রমণের সুযোগ পাচ্ছেন হাবিবুর রহমান। এজন্য বেশ খুশি তিনি। বাংলাদেশে ভারতের সহকারী হাই কমিশনার স্বন্দীপ মিত্র ভ্রমণ পাস অনুমোদন করায় ভারত ভ্রমণে হাবিবুরের সামনে কোন বাধা থাকছে না। বাংলাদেশের কুড়িগ্রামে অবস্থিত ভারতের দাশিয়ারছড়া ছিটমহলের সাবেক বাসিন্দা হাবিবুর রহমান। এখন এটি বাংলাদেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশের রংপুরের কারমাইকেল কলেজ থেকে ইতিহাসে মাস্টার্স করেছেন হাবিবুর। কিন্তু, কোন ভালো চাকরি এখনও জোটেনি। ভালো একটি চাকরি পাওয়ার আশা পূরণে তিনি ভারতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুধু হাবিবুর নিজেই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, তার পিতামাতাসহ পরিবারের অন্য সদস্যরা বাংলাদেশে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্টেটসম্যান।
টেলিফোনে হাবিবুর রহমান বলছিলেন, আমি ভারতের একটি ছিটমহলের বাসিন্দা ছিলাম। যেহেতু আমি ভারতীয় বংশোদ্ভূত, তাই আমি ভারতীয় জাতীয়তা বেছে নিয়েছিলাম। আমার পিতামাতা ও পরিবারের অন্য সদস্যরা নতুন বাংলাদেশে বসবাস করবেন। বাংলাদেশে আমি সার ও কীটনাশক বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। ২০১১ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে ইতিহাসে মাস্টার্স সম্পন্ন করি আমি। কিন্তু, উপযুক্ত কোন চাকরি খুঁজে পাইনি। তিনি বলেন, আমার লক্ষ্য হচ্ছে ভারতে যাওয়া ও উপযুক্ত কাজ খুঁজে বের করা। আমি সেখানে স্কুল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করবো। হাবিবুর জানাচ্ছিলেন, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনার পর প্রায় ৩২ জনের একটি দল গত সোমবার থেকে ওই অঞ্চলগুলোতে যাচ্ছেন। তারা বাংলাদেশের বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্ধা চেকপোস্টে যাওয়ার পরিকল্পনাও করেছেন। ভারতের কয়েকটি গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ভারতের মূল ভূখ-ে স্থায়ীভাবে বসতি স্থাপনের পর তারা সেখানে আত্মীয়-স্বজনসহ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাদের ভবিষ্যত পরিকল্পনার ছক তৈরি করবেন।