ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা “সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবীতে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত” জাউয়াবাজারে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্য জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা ও গৃহ নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ছোট পর্দায় আজ

এটিএন বাংলায় ‘দাগ’
এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দাগ’। ফেরদৌস হাসানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, চাঁদনী, ঈশানা, আল মনসুর, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধূরী, কে এস ফিরোজ, ইরফান সাজ্জাদ, শায়না আমিন, মুনিরা মিঠু, জিয়াউল হক কিসলু, এলভিন প্রমুখ।
চ্যানেল আইতে ‘শূন্য জীবন’
চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে কনা রেজার গল্প অবলম্বনে নির্মিত প্রথম ধারাবাহিক নাটক ‘শূন্য জীবন’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। অভিনয়ে হাবিবুল বাশার, হান্নান শেলী, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, স্বাগতা, মৌসুমী নাগ, আলভী, নওশাবা, অর্ষা, সাজু খাদেম, প্রাণ রায়, হাবিবুল বাশার সুমন, রওনক হাসান, আদনান ফারুক হিল্লোল প্রমুখ।
এনটিভিতে ‘একদিন ছুটি হবে’
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘একদিন ছুটি হবে’। নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, নওশীন, ঊর্মিলা, নিশা, অপর্ণা, তাসনিমা তিশা, তানিয়া আহমেদ, মিশু সাব্বির, মারজুক রাসেল প্রমুখ।
বাংলাভিশনে ‘সহযাত্রী’
বাংলাভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘সহযাত্রী’। রিজওয়ান খানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহেদ শরিফ খান, আহমেদ শরীফ, সাজু খাদেম, বাঁধন, অহনা, আলভী, গোলাম ফরিদা ছন্দা, দিহান, ঈশানা, প্রেম প্রমুখ।
দেশটিভিতে ‘কলিংবেল’
দেশটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কলিংবেল’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এ ধারাবাহিকটি প্রতি রোব থেকে বৃহস্পতিবার প্রচার হয়ে থাকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, সানজিদা প্রীতি, সাজু খাদেম, মিশু সাব্বির, তানজীকা আমিন, এ্যালেন শুভ্র, আইরিন আফরোজসহ অনেকে।
মোহনা টিভিতে ‘মুসাফির খানা’
মোহনা টিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মুসাফির খানা’। রচনায় দিব্যেন্দু উদাস, পরিচালনায় আখতারুজ্জামান তুহিন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সাজু খাদেম, সীমানা, তুষ্টি, সুষমা, ফকরুল হাসান বৈরাগী, মাহমুদ সাজ্জাদ, শেলী আহসান, শিরিন বকুলসহ অনেকেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ছোট পর্দায় আজ

আপডেট সময় : ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫

এটিএন বাংলায় ‘দাগ’
এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দাগ’। ফেরদৌস হাসানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, চাঁদনী, ঈশানা, আল মনসুর, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধূরী, কে এস ফিরোজ, ইরফান সাজ্জাদ, শায়না আমিন, মুনিরা মিঠু, জিয়াউল হক কিসলু, এলভিন প্রমুখ।
চ্যানেল আইতে ‘শূন্য জীবন’
চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে কনা রেজার গল্প অবলম্বনে নির্মিত প্রথম ধারাবাহিক নাটক ‘শূন্য জীবন’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। অভিনয়ে হাবিবুল বাশার, হান্নান শেলী, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, স্বাগতা, মৌসুমী নাগ, আলভী, নওশাবা, অর্ষা, সাজু খাদেম, প্রাণ রায়, হাবিবুল বাশার সুমন, রওনক হাসান, আদনান ফারুক হিল্লোল প্রমুখ।
এনটিভিতে ‘একদিন ছুটি হবে’
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘একদিন ছুটি হবে’। নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, নওশীন, ঊর্মিলা, নিশা, অপর্ণা, তাসনিমা তিশা, তানিয়া আহমেদ, মিশু সাব্বির, মারজুক রাসেল প্রমুখ।
বাংলাভিশনে ‘সহযাত্রী’
বাংলাভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘সহযাত্রী’। রিজওয়ান খানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহেদ শরিফ খান, আহমেদ শরীফ, সাজু খাদেম, বাঁধন, অহনা, আলভী, গোলাম ফরিদা ছন্দা, দিহান, ঈশানা, প্রেম প্রমুখ।
দেশটিভিতে ‘কলিংবেল’
দেশটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কলিংবেল’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এ ধারাবাহিকটি প্রতি রোব থেকে বৃহস্পতিবার প্রচার হয়ে থাকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, সানজিদা প্রীতি, সাজু খাদেম, মিশু সাব্বির, তানজীকা আমিন, এ্যালেন শুভ্র, আইরিন আফরোজসহ অনেকে।
মোহনা টিভিতে ‘মুসাফির খানা’
মোহনা টিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মুসাফির খানা’। রচনায় দিব্যেন্দু উদাস, পরিচালনায় আখতারুজ্জামান তুহিন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সাজু খাদেম, সীমানা, তুষ্টি, সুষমা, ফকরুল হাসান বৈরাগী, মাহমুদ সাজ্জাদ, শেলী আহসান, শিরিন বকুলসহ অনেকেই।