ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর বিজয়নগরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট “লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

জবানবন্দি দিলেন তিন আইনজীবী

স্টাফ রিপোর্টার,
656
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তারকৃত তিন আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, হাসানুজ্জামান লিটন ও মাহফুজুল হক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে গতকাল তারা জবানবন্দি দেন। চারদিনের রিমান্ড শেষে এদিন তিন আইনজীবীকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেছেন, ১৬৪ ধারার জবানবন্দিতে তিন আইনজীবীই একই কথা বলেছেন। মনিরুজ্জামান মাসুদ হেফাজতের মামলা পরিচালনার জন্য আসামিপক্ষের হয়ে শাকিলা ফারজানার সঙ্গে যোগাযোগ করতেন। মামলা পরিচালনার জন্য তিনি শাকিলাকে টাকা দিয়েছিলেন। পরে শাকিলা আবার ডনের অ্যাকাউন্টে তা ফেরত দেন। তিন আইনজীবীকে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আসামিদের ভয়ভীতি দেখানো হয়েছে। র‌্যাব নিয়মবহির্ভূতভাবে তাদের গাড়ি থেকে নামিয়ে বিচারকের খাস কামরায় নিয়ে যায়। কিন্তু নিয়মানুযায়ী আসামিদের সঙ্গে আইনজীবীদের কথা বলতে দেয়া হয়নি।
এদিকে আসামিরা পরোক্ষভাবে দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর। তিনি বলেন, ১৬৪ ধারায় আসামিরা বলেছেন, হেফাজতে ইসলামের মামলা পরিচালনার জন্য তারা টাকা নিয়েছিলেন এবং সে টাকা ফেরত দিয়েছেন। র‌্যাব দাবি করেছে- তিন আইনজীবী মনিরুজ্জামান ডনসহ কয়েক জনের অ্যাকাউন্টে চার ধাপে ১ কোটি ৮ লাখ টাকা জমা দেয়। এদের মধ্যে শাকিলা ফারজানা দুই ধাপে ৫২ লাখ টাকা, হাসানুজ্জামান লিটন ৩১ লাখ টাকা এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দেন। উল্লেখ্য, জঙ্গি অর্থায়নের অভিযোগে গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তাদের বাঁশখালীর লটমনি পাহাড় থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

জবানবন্দি দিলেন তিন আইনজীবী

আপডেট সময় : ১২:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫

স্টাফ রিপোর্টার,
656
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তারকৃত তিন আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, হাসানুজ্জামান লিটন ও মাহফুজুল হক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে গতকাল তারা জবানবন্দি দেন। চারদিনের রিমান্ড শেষে এদিন তিন আইনজীবীকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেছেন, ১৬৪ ধারার জবানবন্দিতে তিন আইনজীবীই একই কথা বলেছেন। মনিরুজ্জামান মাসুদ হেফাজতের মামলা পরিচালনার জন্য আসামিপক্ষের হয়ে শাকিলা ফারজানার সঙ্গে যোগাযোগ করতেন। মামলা পরিচালনার জন্য তিনি শাকিলাকে টাকা দিয়েছিলেন। পরে শাকিলা আবার ডনের অ্যাকাউন্টে তা ফেরত দেন। তিন আইনজীবীকে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আসামিদের ভয়ভীতি দেখানো হয়েছে। র‌্যাব নিয়মবহির্ভূতভাবে তাদের গাড়ি থেকে নামিয়ে বিচারকের খাস কামরায় নিয়ে যায়। কিন্তু নিয়মানুযায়ী আসামিদের সঙ্গে আইনজীবীদের কথা বলতে দেয়া হয়নি।
এদিকে আসামিরা পরোক্ষভাবে দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর। তিনি বলেন, ১৬৪ ধারায় আসামিরা বলেছেন, হেফাজতে ইসলামের মামলা পরিচালনার জন্য তারা টাকা নিয়েছিলেন এবং সে টাকা ফেরত দিয়েছেন। র‌্যাব দাবি করেছে- তিন আইনজীবী মনিরুজ্জামান ডনসহ কয়েক জনের অ্যাকাউন্টে চার ধাপে ১ কোটি ৮ লাখ টাকা জমা দেয়। এদের মধ্যে শাকিলা ফারজানা দুই ধাপে ৫২ লাখ টাকা, হাসানুজ্জামান লিটন ৩১ লাখ টাকা এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দেন। উল্লেখ্য, জঙ্গি অর্থায়নের অভিযোগে গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তাদের বাঁশখালীর লটমনি পাহাড় থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।