ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরন শুরু ব্রিটেনে চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: এনএইচকেকে প্রধান উপদেষ্টা হবিগঞ্জে হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত মেহের আফরোজ শাওন গ্রেপ্তার বহিষ্কৃত নেতা সাংগঠনিক টিম প্রধান! বাংলাদেশী সংস্কৃতির বিকাশ বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের উদ্দোগে কার্ডিফে মরহুম ফিরুজ আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত নো-ভিসা ফি বৃদ্ধি ও ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধের পায়তারার দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না: মির্জা আব্বাস

জবানবন্দি দিলেন তিন আইনজীবী

স্টাফ রিপোর্টার,
656
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তারকৃত তিন আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, হাসানুজ্জামান লিটন ও মাহফুজুল হক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে গতকাল তারা জবানবন্দি দেন। চারদিনের রিমান্ড শেষে এদিন তিন আইনজীবীকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেছেন, ১৬৪ ধারার জবানবন্দিতে তিন আইনজীবীই একই কথা বলেছেন। মনিরুজ্জামান মাসুদ হেফাজতের মামলা পরিচালনার জন্য আসামিপক্ষের হয়ে শাকিলা ফারজানার সঙ্গে যোগাযোগ করতেন। মামলা পরিচালনার জন্য তিনি শাকিলাকে টাকা দিয়েছিলেন। পরে শাকিলা আবার ডনের অ্যাকাউন্টে তা ফেরত দেন। তিন আইনজীবীকে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আসামিদের ভয়ভীতি দেখানো হয়েছে। র‌্যাব নিয়মবহির্ভূতভাবে তাদের গাড়ি থেকে নামিয়ে বিচারকের খাস কামরায় নিয়ে যায়। কিন্তু নিয়মানুযায়ী আসামিদের সঙ্গে আইনজীবীদের কথা বলতে দেয়া হয়নি।
এদিকে আসামিরা পরোক্ষভাবে দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর। তিনি বলেন, ১৬৪ ধারায় আসামিরা বলেছেন, হেফাজতে ইসলামের মামলা পরিচালনার জন্য তারা টাকা নিয়েছিলেন এবং সে টাকা ফেরত দিয়েছেন। র‌্যাব দাবি করেছে- তিন আইনজীবী মনিরুজ্জামান ডনসহ কয়েক জনের অ্যাকাউন্টে চার ধাপে ১ কোটি ৮ লাখ টাকা জমা দেয়। এদের মধ্যে শাকিলা ফারজানা দুই ধাপে ৫২ লাখ টাকা, হাসানুজ্জামান লিটন ৩১ লাখ টাকা এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দেন। উল্লেখ্য, জঙ্গি অর্থায়নের অভিযোগে গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তাদের বাঁশখালীর লটমনি পাহাড় থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরন শুরু ব্রিটেনে

জবানবন্দি দিলেন তিন আইনজীবী

আপডেট সময় : ১২:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫

স্টাফ রিপোর্টার,
656
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তারকৃত তিন আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, হাসানুজ্জামান লিটন ও মাহফুজুল হক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে গতকাল তারা জবানবন্দি দেন। চারদিনের রিমান্ড শেষে এদিন তিন আইনজীবীকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেছেন, ১৬৪ ধারার জবানবন্দিতে তিন আইনজীবীই একই কথা বলেছেন। মনিরুজ্জামান মাসুদ হেফাজতের মামলা পরিচালনার জন্য আসামিপক্ষের হয়ে শাকিলা ফারজানার সঙ্গে যোগাযোগ করতেন। মামলা পরিচালনার জন্য তিনি শাকিলাকে টাকা দিয়েছিলেন। পরে শাকিলা আবার ডনের অ্যাকাউন্টে তা ফেরত দেন। তিন আইনজীবীকে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আসামিদের ভয়ভীতি দেখানো হয়েছে। র‌্যাব নিয়মবহির্ভূতভাবে তাদের গাড়ি থেকে নামিয়ে বিচারকের খাস কামরায় নিয়ে যায়। কিন্তু নিয়মানুযায়ী আসামিদের সঙ্গে আইনজীবীদের কথা বলতে দেয়া হয়নি।
এদিকে আসামিরা পরোক্ষভাবে দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর। তিনি বলেন, ১৬৪ ধারায় আসামিরা বলেছেন, হেফাজতে ইসলামের মামলা পরিচালনার জন্য তারা টাকা নিয়েছিলেন এবং সে টাকা ফেরত দিয়েছেন। র‌্যাব দাবি করেছে- তিন আইনজীবী মনিরুজ্জামান ডনসহ কয়েক জনের অ্যাকাউন্টে চার ধাপে ১ কোটি ৮ লাখ টাকা জমা দেয়। এদের মধ্যে শাকিলা ফারজানা দুই ধাপে ৫২ লাখ টাকা, হাসানুজ্জামান লিটন ৩১ লাখ টাকা এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দেন। উল্লেখ্য, জঙ্গি অর্থায়নের অভিযোগে গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তাদের বাঁশখালীর লটমনি পাহাড় থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।