স্টাফ রিপোর্টার,
ঝিনাইদহের সদর উপজেলার কানুহরপুর গ্রাম থেকে জুথী বেগম ( ১৮ ) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের ভাইয়ের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, প্রায় চার বছর আগে একই গ্রামের রুবেল নামে এক গাড়ি চালকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা এক লাখ টাকা যৌতুকের দাবিতে জুথীর ওপর নির্যাতন চালাত। এরই ধারাবাহিকতায় তাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়।
ঘটনার পর থেকেই জুথীর স্বামী ও শ্বাশুরি পলাতক রয়েছেন।