আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা দুটি থেকে কমিয়ে একটি করা হয়েছে। মঙ্গলবার বিকালে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ একীভূত করে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, মামলার সংখ্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক (চেয়ারম্যান), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারপতি শাহিনুল ইসলাম (সদস্য) ও সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর (সদস্য) নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ পরিচালনা করবেন। প্রজ্ঞাপনে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অপর ট্রাইব্যুনাল অগঠিত অবস্থায় থাকবে।
সংবাদ শিরোনাম ::
ট্রাইব্যুনাল এখন একটি
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
- 300
ট্যাগস :