ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম ১২ কর্মকর্তাকে ঢাকায় না থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ সড়ক উপদেষ্টার “সিলেট পলিটেকনিকে দিনব্যাপী স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন সম্পন্ন”

ট্রাম্পের বিরুদ্ধে চার রাজ্যের অ্যাটর্নি জেনারেলের মামলা


সংবিধান লঙ্ঘন ও কট্টর অভিবাসন নিষেধাজ্ঞার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশটির চারটি রাজ্য মামলা করেছে। হোয়াইট হাউসের বিরুদ্ধে মামলা দায়েরকারী চার রাজ্য হলো- ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও ওয়াশিংটন।

৭০ বছর বয়সী মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বহিষ্কার করেছেন। সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়ায় বহিষ্কার করা হয় তাকে।

বোস্টনে এক সংবাদ সম্মেলনে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মওরা হিলে বলেন, মূলত এটি সংবিধানের পুরোপুরি লঙ্ঘন। এটি ধর্মের কারণে মানুষের বিরুদ্ধে বৈষম্য, এটি ভিন্ন বংশোদ্ভূত মানুষের বিরুদ্ধে বৈষম্য।

উদারপন্থী রাজ্য ওয়াশিংটন দেশটির প্রথম রাজ্য হিসেবে মামলা করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের জারিকৃত ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেন। নিউ ইয়র্ক এবং ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেলও ওয়াশিংটনের পথে হাঁটছেন। এ দুই রাজ্যের অ্যাটর্নি জেনারেল বলেছেন, তাদের রাজ্যও একই ধরনের মামলা করতে যাচ্ছে।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডারম্যান সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের আদেশ অসাংবিধবানিক, বেআইনি ও মৌলিক দিক থেকে অমার্কিনী।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণ কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিত করা হয়। সিরীয় শরণার্থীদের জন্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান

ট্রাম্পের বিরুদ্ধে চার রাজ্যের অ্যাটর্নি জেনারেলের মামলা

আপডেট সময় : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭


সংবিধান লঙ্ঘন ও কট্টর অভিবাসন নিষেধাজ্ঞার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশটির চারটি রাজ্য মামলা করেছে। হোয়াইট হাউসের বিরুদ্ধে মামলা দায়েরকারী চার রাজ্য হলো- ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও ওয়াশিংটন।

৭০ বছর বয়সী মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বহিষ্কার করেছেন। সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়ায় বহিষ্কার করা হয় তাকে।

বোস্টনে এক সংবাদ সম্মেলনে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মওরা হিলে বলেন, মূলত এটি সংবিধানের পুরোপুরি লঙ্ঘন। এটি ধর্মের কারণে মানুষের বিরুদ্ধে বৈষম্য, এটি ভিন্ন বংশোদ্ভূত মানুষের বিরুদ্ধে বৈষম্য।

উদারপন্থী রাজ্য ওয়াশিংটন দেশটির প্রথম রাজ্য হিসেবে মামলা করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের জারিকৃত ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেন। নিউ ইয়র্ক এবং ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেলও ওয়াশিংটনের পথে হাঁটছেন। এ দুই রাজ্যের অ্যাটর্নি জেনারেল বলেছেন, তাদের রাজ্যও একই ধরনের মামলা করতে যাচ্ছে।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডারম্যান সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের আদেশ অসাংবিধবানিক, বেআইনি ও মৌলিক দিক থেকে অমার্কিনী।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণ কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিত করা হয়। সিরীয় শরণার্থীদের জন্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।