স্টাফ রিপোর্টার,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডিজিটালাইজড অ্যাটেনডেন্স সফটওয়ার সিস্টেম চালু করা হয়েছে। বুধবার সকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এই সিস্টেমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এতে করে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং তাদের দপ্তরে নির্ধারিত সময়ে আসা-যাওয়া মনিটর করা সহজ হবে।
মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট সিটি কর্পোরেশন গড়ে তোলার অংশ হিসেবে এ কার্যক্রম চালু করা হয়েছে।’
তিনি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের মধ্য দিয়ে নগরবাসীর নাগরিক স্বাচ্ছন্দ্য বিধানে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ‘আমরা সকলে সচেষ্ট হলেই কেবল আমাদের প্রিয় এ নগরীকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব হবে।’
এ সময় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খানসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে নগর ভবনের ২টি অঞ্চলসহ কেন্দ্রীয়ভাবে সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী মিলে ১ হাজার ৮৫ জন নিবন্ধিত হয়েছেন। দ্বিতীয় ধাপে ৩টি হাসপাতাল ও ৩টি আঞ্চলিক কার্যালয়ে এ ডিজিটাল সিস্টেম চালু করা হবে।