
নিজস্ব প্রতিবেদক: উষ্ণ আতিথেয়তায় তিনদিনের ঢাকা সফর শেষে শুক্রবার ফিরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
দুপুর ২টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানান। বিদায়ের আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি বিশেষ দল মাহমুদ আব্বাসকে গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাকে ফুলের শুভেচ্ছা জানান।
গত বুধবার প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকা পৌঁছান মাহমুদ আব্বাস। গত বছর জাপান ও জর্ডান সফরের সময় ঢাকা বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার মাহমুদ আব্বাস সাভারে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।
পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া নৈশভোজেও অংশ নেন।
প্রতিনিধির নাম 








