স্টাফ রিপোর্টার,
দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘টানা দুবার সরকারে থাকার কারণে দলে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। এরা নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দল এবং সরকারের ইমেজকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।’
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।