স্টাফ রিপোর্টার,

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে বাকস্বাধীনতা নেই, মানুষ কথা বলতে পারছে না। এ ধরণের গণতন্ত্র মানুষ চায় না, মানুষ প্রকৃত গণতন্ত্র চায়। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বরগুনা জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, গণতন্ত্র হলো ভোটের অধিকার। কথা বলার অধিকার। লেখার অধিকার। বাঁচার অধিকার। এখন বাঁচার অধিকার নেই। লেখার অধিকার হারিয়ে ফেলেছি। হতাশ হওয়ার কারণ নেই। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে মানুষ বাঁচতে পারবে, সন্ত্রাস থেকে মুক্তি পাবে। জনগণ কথা বলতে পারবে, সাংবাদিকরা লিখতে পারবে।
প্রতিনিধির নাম 











