স্টাফ রিপোর্টার,
বাংলাদেশের জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকারসমূহ, বিশেষ করে বেঁচে থাকার, বাক-স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার অধিকার সুরক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শ্রীলংকা ভিত্তিক মানবাধিকার সংস্থা সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছে সংস্থাটির চেয়ারপারসন হিনা জিলানি ও কো-চেয়ারপারসন ড. নিমলকা ফার্নান্ডো। ওই চিঠিতে তারা বলেছেন, গণতান্ত্রিক রীতিনীতি রক্ষা, সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই এবং আইনের শাসন কার্যকরভাবে পুনঃস্থাপনের জন্য দায়বদ্ধ শেখ হাসিনার সরকার ও বাংলাদেশের সব রাজনৈতিক দল। নীলাদ্রি চ্যাটার্জি, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাস হত্যার বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ অনুসন্ধানের জন্য তারা আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতি। একই সঙ্গে এসব অনুসন্ধান ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। আগে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার ঘাতকদের বিচারের আওতায় আনার প্রক্রিয়ায় হতাশা ব্যক্ত করা হয়েছে। বলা হয়েছে, এ জন্য ধর্মের নামে অগ্রপন্থী গোষ্ঠীসমূহ নৃশংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নীলাদ্র চ্যাটার্জিকে যেভাবে হায়েনার মতো হত্যা করা হয়েছে, তার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছে সংস্থাটি।
সংবাদ শিরোনাম ::
নাগরিক অধিকার রক্ষায় সরকারের প্রতি এসএএইচআর-এর আহ্বান
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫
- 366
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ