ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলীপুর গ্রাম থেকে গতকাল বিকালে বাদশা মিয়ার (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাদশা মিয়া চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষিপুর গ্রামের তাবির উদ্দীন ভূইয়ার ছেলে। তিনি মহেশপুর উপজেলার আলীপুর গ্রামে আব্দুল গণির মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। স্থানীয় যাদবপুর ইউনিয়নের কাউন্সিলর রহিমা খাতুন জানান, বাদশা মিয়া সাত দিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার আলীপুর গ্রামের একটি জঙ্গলে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রতিবেশীরা জানান, স্ত্রী আকলিমা খাতুনের সঙ্গে ঝগড়া করে বাদশা সাতদিন ধরে নিখোঁজ ছিলেন। তাদের একটি মেয়ে রয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম শাহিন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের ৭ দিন পর লাশ উদ্ধার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
- 263
ট্যাগস :