বিনোদন প্রতিনিধি,
দীর্ঘদিন ধরেই শিল্পী-সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন অয়ন চাকলাদার। গান গাওয়ার পাশাপাশি গত কয়েক বছরে তার সুর-সংগীতে অনেক শিল্পীই গান গেয়েছেন। এদিকে এবার অয়ন নিজের নতুন একক অ্যালবামের কাজ গোছাচ্ছেন। আর সে ধারাবাহিকতায় অয়নের এ অ্যালবামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনির ন্যান্সি। সম্প্রতি অয়নের শান্তিনগরস্থ স্টুডিওতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘কোন পৃথিবী’ শিরোনামের এ গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীত করেছেন অয়ন চাকলাদার।
উল্লেখ্য, ‘কোন পৃথিবী’ শিরোনামের এ গানটি অয়ন চাকলাদারের পরবর্তী একক অ্যালবামে স্থান পাবে।
সংবাদ শিরোনাম ::
ন্যান্সি গাইলেন অয়নের সঙ্গে
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
- 355
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ