কলকাতা প্রতিনিধি : পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা সংশোধনাগার থেকে পালিয়েছে তিন সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দি। রবিবার দুপুরে জেলের নর্দমার লোহার শিকের ঢাকনা ভেঙে পালায় ওই তিন বন্দি।
পালিয়ে যাওয়া ওই তিন বন্দির মধ্যে অব্দুল রসিদকে (২৮) ফের আটক করতে সক্ষম হলেও বাকি আব্দুল মাজিদ (৪০) ও আশরাফুল আলমকে (১৮) আটক করতে পারেনি পুলিশ।
সংশোধনাগার সূত্রে জানা গেছে, বেআইনি অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হওয়া এই তিন বন্দির প্রত্যেকের দুই বছরের সাজা হয়েছিল। রবিবার বিকেলে বন্দিদের সংখ্যা গোনার সময় বিষয়টি সংশোধনাগার কর্তৃপক্ষের নজরে আসলে তারা দ্রুত পদক্ষেপ করে। রবিবারই সংশোধনাগার এলাকা থেকে বেশ কিছু দূরে সুকটাবাড়ি বাজার থেকে বন্দি আব্দুল রসিদকে ফের আটক করে পুলিশ। যদিও এখনো পলাতক অপর দুই সাজাপ্রাপ্ত বন্দি।
সংশোধনাগার পরিদর্শক খোকন মিয়া পুরো ঘটনা নিয়ে বিভাগে রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন। এই বিষয়ে সংশোধনাগার কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কী না তা তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানিয়েছেন।
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গে জেল থেকে পালিয়েছে তিন বাংলাদেশি
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
- 296
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ