মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে ৪-২ গোলে বিজয়ী হয়েছে মাধবপুর উপজেলার বালিকারা। আজ বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় শিক্ষা অফিসের আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রমূখ।
বালিকাদের এ ফুটবল টুর্নামেন্টে ৩য় স্থান নির্ধারণী খেলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণখোলা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন পক্ষ ই গোল করতে পারেনি। পরে টাই-ব্রেকারে ৪-২ গোলে গোলে হরিনচড়া কে হারিয়ে মাধবপুর জয় লাভ করে। ৩য় বিজয়ী দল হিসেবে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহন করেন।
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- 21
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ