প্রেমের টানে বৃদ্ধের হাত ধরে ৩
সন্তানের জননী উধাও
প্রেম মানে না বয়স, জাত, ধর্ম। সেই
প্রেমের টানে মৌলভীবাজারের
বড়লেখা উপজেলার দাসের বাজার
ইউনিয়নের পানি সাইল গ্রামের দুই
সন্তানের জনক অনুর্ধর (৫০) হাত ধরে একই
গ্রামের তিন সন্তানের এক জননী
অজানার উদ্দেশ্যে পারি জমান। কিন্তু
শেষ রক্ষা হলো না তাদের।
শুক্রবার ভোরে গোপন সংবাদের
ভিত্তিতে জায়ফরনগর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান নজমুল ইসলাম
মাস্টারের হস্থক্ষেপে জুড়ী শহরের
একটি রেল কলোনি থেকে তাদেরকে
উদ্ধার করা হয়। পরে জুড়ী থানার এসআই
রকিব উদ্দিন ও এএসআই সুপ্রিয় নন্দির
কাচে তাদেরকে হস্তান্তর করা হয়।
সংবাদ শিরোনাম ::
প্রেম মানেনা কোন বাধা
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫
- 375
ট্যাগস :