বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল বিগত স্বৈরাচার হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন যাবে না এবং কেউ দলীয় এই সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে আজীবন বহিষ্কার করা হবে, গত সিসিক নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করার অপরাধে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উসমান হারুন পনিরকে বহিষ্কার করা হয়। কিন্তু জানা যায় সিলেট মহানগর শাখার অধীনস্হ থানা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে, সেজন্য ৬টি থানায় সাংগঠনিক টিম গঠন করে দিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দল, এতে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অপরাধে দল থেকে আজীবন বহিষ্কার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উসমান হারুন পনিরকে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের টিম প্রধান করা হয়েছে। শুধু তাই নয় আজ (বৃহস্পতিবার) পনিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান।
বিএনপি তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাদেরকে স্বৈরাচার সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়ার অপরাধে দল থেকে আজীবন বহিষ্কার করেছেন তাকে সভাপতি করে সাংগঠনিক সভা করার কারণে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন, নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পর্যায়ের একাধিক নেতা এটাকে দল এবং দলের সর্বোচ্চ নেতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতার সামিল বলে মনে করছেন। তাদের প্রশ্ন দলের সিদ্ধান্ত অমান্য করার অপরাধে বহিষ্কৃত কাউকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করে কিভাবে এমন দায়িত্ব দেয়া হয় এবং সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ কিভাবে তার সভাপতিত্বে একমঞ্চে বসে দলীয় প্রোগ্রাম করেন?