ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর বিজয়নগরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট “লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

বাংলাদেশে মুখোমুখি আশীষ বিদ্যার্থী-রজতাভ দত্ত

বিনোদন প্রতিনিধি,
1082

বলিউডের শক্তিমান অভিনেতা আশীষ বিদ্যার্থী সপ্তাহখানেক বাংলাদেশে শুটিং করে গতকাল দুপুরের ফ্লাইটে ফিরে গেছেন ভারতে। পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি তার শুটিং শেষ করেই তবে ঘরে ফিরে গেলেন। যাবার আগে স্ত্রী আর সন্তানদের জন্য রাজধানীর গুলশানের ‘আড়ং’ থেকে গত বুধবার রাতে বাঙালি ঐতিহ্য সংশ্লিষ্ট নানা জিনিসপত্র কিনেছেন তিনি। এদিকে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি কলকাতা থেকে আগত আরেক দর্শকপ্রিয় অভিনেতা রজতাভ দত্তের সঙ্গে শুটিংয়ে অংশ নেন। ওইদিন তারা দুজন মূলত একসঙ্গে শুটিংয়ে অংশ নেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অঙ্গার’-এর। এ চলচ্চিত্রে আশীষ বিদ্যার্থী অভিনয় করছেন স্বপন সরকার চরিত্রে ও রজতাভ দত্তের চরিত্রের নাম সূর্য মণ্ডল। মূলত তাদের দুজনের এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতা নিয়েই ‘অঙ্গার’ চলচ্চিত্রের গল্প এগিয়ে যায়। বাংলাদেশে প্রথম কাজ করা প্রসঙ্গে আশীষ বিদ্যার্থী বলেন, এক কথায় ওয়ান্ডারফুল। মুগ্ধ আমি এখানে কাজ করে। যদিও শারীরিকভাবে সুস্থ ছিলাম না। কিন্তু কিছু ভাললাগার মতো স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। একদমই ঘুরে
বেড়ানোর মতো সময় পাইনি। তাই যাবার আগে ‘আড়ং’-এ গিয়ে স্ত্রী-সন্তানদের জন্য কিছু কেনাকাটা করেছি যার মাঝে বাঙালি ঐতিহ্য মিশে আছে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। এদিকে আজ থেকে বিশ বছর আগে মঞ্চনাটক ‘টিকটিকি’র প্রদর্শনীতে একবার ঢাকায় এসেছিলেন রজতাভ দত্ত। তখন তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেননি। তবে এবার এসেছেন তিনি চলচ্চিত্রের কাজে। নতুন এক ঢাকাকে দেখছেন তিনি। আর মুগ্ধ হচ্ছেন প্রতি মুহূর্তে। রজতাভ দত্ত বলেন,
এখানে কাজের পরিবেশ সম্পর্কে আমি অনেক আগেই অবগত। প্রথমদিন অনেক গরমের মধ্যে কষ্ট করে কাজ করেছি। কিন্তু কষ্টের মধ্যেও অনেক আনন্দ ছিল। আর ‘অঙ্গার’ চলচ্চিত্রে আমার চরিত্রটি একেবারেই ভিন্নরকম যেমনটা আগে কখনো দর্শক আমাকে দেখেনি। সত্যি বলতে কি আমার সবসময়ই চেষ্টা থাকে একটু ভিন্ন রকমের চরিত্রে নিজেকে উপস্থাপন করার। ‘আশিকী’ কিংবা ‘ব্ল্যাক’-এ তা দেখতে পাবেন দর্শক। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত ‘অঙ্গার’ চলচ্চিত্রটি নির্দেশনা দিচ্ছেন ওয়াজেদ আলী সুমন। এর গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। উল্লেখ্য, আশীষ বিদ্যার্থী গোবিন্দ নিহালী পরিচালিত ‘দ্রোহকাল’ (হিন্দি চলচ্চিত্র) চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। হলিউডে তার অভিনীত একমাত্র চলচ্চিত্র ‘নাইটফল’। আর তার অভিনীত এদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ‘অগ্নি-টু’। এছাড়া, তিনি রাজা চন্দের ‘ব্ল্যাক’ চলচ্চিত্রেও অভিনয় করছেন। অন্যদিকে রজতাভ দত্ত আবদুল আজিজ-অশোক পতির ‘আশিকী’ ও রাজা চন্দের ‘ব্ল্যাক’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

বাংলাদেশে মুখোমুখি আশীষ বিদ্যার্থী-রজতাভ দত্ত

আপডেট সময় : ১১:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫

বিনোদন প্রতিনিধি,
1082

বলিউডের শক্তিমান অভিনেতা আশীষ বিদ্যার্থী সপ্তাহখানেক বাংলাদেশে শুটিং করে গতকাল দুপুরের ফ্লাইটে ফিরে গেছেন ভারতে। পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি তার শুটিং শেষ করেই তবে ঘরে ফিরে গেলেন। যাবার আগে স্ত্রী আর সন্তানদের জন্য রাজধানীর গুলশানের ‘আড়ং’ থেকে গত বুধবার রাতে বাঙালি ঐতিহ্য সংশ্লিষ্ট নানা জিনিসপত্র কিনেছেন তিনি। এদিকে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি কলকাতা থেকে আগত আরেক দর্শকপ্রিয় অভিনেতা রজতাভ দত্তের সঙ্গে শুটিংয়ে অংশ নেন। ওইদিন তারা দুজন মূলত একসঙ্গে শুটিংয়ে অংশ নেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অঙ্গার’-এর। এ চলচ্চিত্রে আশীষ বিদ্যার্থী অভিনয় করছেন স্বপন সরকার চরিত্রে ও রজতাভ দত্তের চরিত্রের নাম সূর্য মণ্ডল। মূলত তাদের দুজনের এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতা নিয়েই ‘অঙ্গার’ চলচ্চিত্রের গল্প এগিয়ে যায়। বাংলাদেশে প্রথম কাজ করা প্রসঙ্গে আশীষ বিদ্যার্থী বলেন, এক কথায় ওয়ান্ডারফুল। মুগ্ধ আমি এখানে কাজ করে। যদিও শারীরিকভাবে সুস্থ ছিলাম না। কিন্তু কিছু ভাললাগার মতো স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। একদমই ঘুরে
বেড়ানোর মতো সময় পাইনি। তাই যাবার আগে ‘আড়ং’-এ গিয়ে স্ত্রী-সন্তানদের জন্য কিছু কেনাকাটা করেছি যার মাঝে বাঙালি ঐতিহ্য মিশে আছে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। এদিকে আজ থেকে বিশ বছর আগে মঞ্চনাটক ‘টিকটিকি’র প্রদর্শনীতে একবার ঢাকায় এসেছিলেন রজতাভ দত্ত। তখন তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেননি। তবে এবার এসেছেন তিনি চলচ্চিত্রের কাজে। নতুন এক ঢাকাকে দেখছেন তিনি। আর মুগ্ধ হচ্ছেন প্রতি মুহূর্তে। রজতাভ দত্ত বলেন,
এখানে কাজের পরিবেশ সম্পর্কে আমি অনেক আগেই অবগত। প্রথমদিন অনেক গরমের মধ্যে কষ্ট করে কাজ করেছি। কিন্তু কষ্টের মধ্যেও অনেক আনন্দ ছিল। আর ‘অঙ্গার’ চলচ্চিত্রে আমার চরিত্রটি একেবারেই ভিন্নরকম যেমনটা আগে কখনো দর্শক আমাকে দেখেনি। সত্যি বলতে কি আমার সবসময়ই চেষ্টা থাকে একটু ভিন্ন রকমের চরিত্রে নিজেকে উপস্থাপন করার। ‘আশিকী’ কিংবা ‘ব্ল্যাক’-এ তা দেখতে পাবেন দর্শক। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত ‘অঙ্গার’ চলচ্চিত্রটি নির্দেশনা দিচ্ছেন ওয়াজেদ আলী সুমন। এর গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। উল্লেখ্য, আশীষ বিদ্যার্থী গোবিন্দ নিহালী পরিচালিত ‘দ্রোহকাল’ (হিন্দি চলচ্চিত্র) চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। হলিউডে তার অভিনীত একমাত্র চলচ্চিত্র ‘নাইটফল’। আর তার অভিনীত এদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ‘অগ্নি-টু’। এছাড়া, তিনি রাজা চন্দের ‘ব্ল্যাক’ চলচ্চিত্রেও অভিনয় করছেন। অন্যদিকে রজতাভ দত্ত আবদুল আজিজ-অশোক পতির ‘আশিকী’ ও রাজা চন্দের ‘ব্ল্যাক’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।