স্টাফ রিপোর্টার,
রংপুরের কাউনিয়া উপজেলায় বাবা ও ছেলে মিলে ৫ম শ্রেণির এক বাকপ্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ৪ মাস আগে অপহরণের পর দীর্ঘদিন বাবা ও ছেলে পালাক্রমে ওই মেয়েকে ধর্ষণ করে।
জানাগেছে, উপজেলার সারাই ইউনিয়নের মেনাজ বাজার এলাকার আব্দুল মান্নানের বাকপ্রতিবন্ধী মেয়েকে গত চার মাস আগে স্কুল থেকে অপহরণ করে একই এলাকার এনামুল হকের বিবাহিত ছেলে নাজিম উদ্দিন। অনেক খোঁজাখুঁজির পর মেয়ের পরিবার জানতে পারে নাজিম প্রতিবন্ধী মেয়েকে নিয়ে চট্টগ্রামে অবস্থান করছে। পরে মেয়ের পরিবার কৌশলে নিজামের পরিবারের সঙ্গে আলোচনা করে গত ৪ই আগস্ট তাদেরকে বাড়িতে নিয়ে আসে। মেয়ে বাড়িতে এসে তার মামীকে জানায় চট্টগ্রামে নিয়ে যাওয়ার পর নিজাম এবং তার বাবা এনামুল পালাক্রমে তাকে ধর্ষণ করেছে।
পরে এই ঘটনায় মেয়ের মামা জাহাঙ্গীর আলম বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এনামুল হক এবং তার ছেলে নাজিম উদ্দিনকে আটক করে। এ ব্যাপারে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মঙ্গলবার থানায় মামলা দায়েরের পর তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বাপ-ছেলে মিলে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ!
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫
- 368
ট্যাগস :