স্প্যানিশ লা-লিগায় ঘুরে দাঁড়ালো রিয়াল মাদ্রিদ। মওসুমের প্রথম ম্যাচে স্পোর্টিং গিহনের স্েঙগ গোলশূণ্য ড্র করার পর দ্বিতয়ি ম্যাচে বড় জয় পেয়েছে তারা। গতকাল রিয়াল বেতিসকে তারা উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ছোট জয় পেয়েছে। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে সফরকারী মালাগাকে ১-০ গোলে হারিয়েছে তারা। মওসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে একই ব্যাবধানে হারায় তারা। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাার। আর ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রিয়াল মাাদ্রিদ। গতকাল নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নব্যুতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন গ্যারেথ বেল। গোল-খরায় থাকা ওয়েলসের এ স্ট্রাইকার ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে আরেকটি গোল করেন। এর মাঝে ৩৯ ও ৫০ মিনিটে হামেস রদ্রিগেজ ও ৪৭ মিনিটে ইনজুরি ফেরত করিম বেনজেমা গোল করেন। রিয়ালের প্রাণভোমরা রোনালদো দলের হয়ে কোনো গোল কিংবা গোলে অ্যাসিস্ট করতে পারেন নি। আর বার্সেলোনার হয়ে ম্যাচের ৭৩ মিনিটে একমাত্র গোলটি করেন বেলজিয়ান ডিফেন্ডার টমাস ভারমায়েলেন।
সংবাদ শিরোনাম ::
বার্সার ছোট, রিয়ালের বড় জয়
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫
- 348
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ