স্টাফ রিপোর্টার,
বার কাউন্সিল নির্বাচনে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করেছে। আনুষ্ঠানিকভাবে এখনও ফলাফল ঘোষণা করা না হলেও বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলে সরকার সমর্থকরা ১৪টি পদের মধ্যে ১০টি পদে জয়ী হয়েছেন। সরকার সমর্থক প্যানেলের জয়ীদের মধ্যে রয়েছেন- আবদুল বাসেত মজুমদার, এম আমীর-উল ইসলাম, আবদুল মতিন খসরু, কাজী নজিবুল্লাহ হিরু, এইচ আর জাহিদ আনোয়ার, ইব্রাহিম হোসনে চৌধুরী বাবুল, পারভজে আলম খান, মো. ইয়াহিয়া, মো. রেজাউল করিম।
বিএনপি সমর্থিত প্যানেলের জয়ীদের মধ্যে রয়েছেন- খন্দকার মাহবুব হোসেন, এ. জে. মোহাম্মদ আলী, এ.এম. মাহবুব উদ্দিন (খোকন)।
কয়েক দফা পেছানোর পর বুধবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচনে সারাদেশে একযোগে ভোটগ্রহণ করা হয়। প্রথমে গত ২০মে নির্বাচন হওয়ার কথা থাকলেও এক আবেদনে সেটি পিছিয়ে ২৭ মে দিন ধার্য করা হয়। এরপর আবার হাইকোর্টের এক আইনজীবী বার কাউন্সিল নির্বাচন-২০১৫ এর তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করলে হাইকোর্ট তা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। হাইকোর্টের এ আদেশের স্থগিতাদেশ চেয়ে বার কাউন্সিল থেকে আপিল দায়ের করলে ভোটার তালিকা হালনাগাদের শর্তে আপিল বিভাগ প্রথমে ১৩ই আগস্ট তারিখ ধার্য করে দেন। পরবর্তীতে আবারও সময় আবেদন করলে ২৬ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করে দেন। সে মোতাবেক বুধবার বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী, সারাদেশের ৪৩ হাজার ৩০২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এ নির্বাচনে।