খেলাধুলা প্রতিনিধি,
যুদ্ধে নামার আগে মাত্র ২২ দিনের প্রস্তুতি। সারা দেশ থেকে বাছাই করা হয়েছে একদল কিশোরকে। কেউ কারও পরিচিত নয়, যুদ্ধক্ষেত্রে তারা সবাই নতুন। রণকৌশল যিনি সাজাবে সেই গোলাম জিলানীর চোখেমুখে তাই কেবলই হতাশার ছাপ। অথচ কি আশ্চর্য- তারাই এখন বাংলার বীর! সব হিসাব-নিকাশ আর জীবনের মোড় পাল্টে দিতে তারা সময় নিলেন মাত্র দশ দিন! শাওন হোসেনের নেতৃত্বে কিশোর ফুটবল দল তো এখন ইতিহাস। তাদের হাত ধরেই প্রথমবারের মতো এসেছে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা। শাওন, সাদ, নিপুরা দেশের ফুটবলে যেন এনে দিলেন জাগরণের জোয়ার। গতকাল সিলেট থেকে নিজ নিজ নীড়ে ফিরে যায় কিশোর ফুটবলাররা। তার আগে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নেচে-গেয়ে উৎসবে কাটায় শাওন, সাদ, ফাহিমরা।
সিলেটে এবারের অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে কোচ সৈয়দ গোলাম জিলানীর দল নিয়ে আশাবাদী হওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া ছিল দুষ্কর। অল্প ক’দিনের প্রস্তুতি, তার ওপর কয়েকটি প্রীতিম্যাচের ফল বাংলাদেশের ফুটবল ভক্তদের ফেলে হতাশার সাগরে। টুর্নামেন্ট শুরুর আগে কোচ-কাপ্তানের মুখে তাই ছিল না বড় কোন আশার বাণী। যুদ্ধ মাঠে গড়ানোর পর অবশ্য পাল্টে যায় সবকিছু। আর টুর্নামেন্ট শেষে তো ছোট্ট ছেলেরা কেবলই ইতিহাস। কিশোরদের ফুটবলে দক্ষিণ এশিয়ার রাজা এখন বাংলাদেশ। তাও শিরোপাধারী ভারতকে দুই দুইবার হারিয়ে একেবারে অপরাজিত চ্যাম্পিয়ন লাল-সবুজের দেশ। কোচ গোলাম জিলানী গতকাল সিলেট ছাড়ার আগে মানবজমিনকে বলে, আসলে সবকিছুই আল্লাহ্র ইচ্ছা। তার দয়াতেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। টুর্নামেন্ট শুরুর আগে আমাদের প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। কিন্তু তারপরও ছেলেরা ছিল আস্থায় অবিচল। একটা কিছু করে দেখানোর মানসিকতা কাজ করছিল তাদের মাঝে। কোচের ভাষায়- এই বিজয়ের অংশীদার সিলেটবাসী এবং মিডিয়াও। তিনি বলেন, সিলেটের মানুষ আসরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে ছিলেন। এটা ছিল আমাদের জন্য বড় এক প্রেরণা। আর ছোটদের টুর্নামেন্ট হওয়ার পরও মিডিয়া যেভাবে ছেলেদের তুলে ধরেছে তা ছিল সত্যিই অসাধারণ।
শিরোপা জয়ের উৎসব হয়েছে মাঠে। টিম হোটেলটাও কাল হয়ে উঠেছিল উৎসবের জায়গা। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত শাওন, সাদ, ফাহিমরা নাচ-গানের তালে বিজয় উৎসব উদযাপন করে। বাফুফে’র আয়োজনে সিলেট নগরীর রোজভিউ হোটেলে ছিল ডিনারের আয়োজন। সেখান থেকে ফিরে টিম হোটেল ফরচুন গার্ডেনে নাচ-গানের আয়োজনে মেতে উঠে তারা। হোটেল কর্তৃপক্ষ শাওনদের জন্য আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। ফুটবল জাদুতে শিরোপা জয় করা গেছে, এবার বাড়ি ফেরার তাড়া। কাল বিকেলে কিশোর বীররা রওনা হয় নিজ নিজ নীড়ে। ঘরে ফেরার সময় অনেকেই ছিল আবেগ আপ্লুত। সুখস্মৃতির সিলেট যে কিশোরদের হৃদয়ে আঁকা হয়ে গেছে- বিদায়বেলায় তাই ছিল বিরহের সুর!
সংবাদ শিরোনাম ::
বীরেরা ফিরলো নীড়ে
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫
- 403
ট্যাগস :