বিনোদন প্রতিনিধি,
এবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’। বাংলাদেশি চলচ্চিত্র ইউরোপের অন্যতম বড় এই ফিল্ম বাজারে যাওয়ার ঘটনা এটিই প্রথম।
সরকারি অনুদানপ্রাপ্ত ‘বৃহন্নলা’ ইতিমধ্যেই দেশ-বিদেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পেয়েছে সেরা ছবি, সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেত্রীর পুরস্কার। চলচ্চিত্রটি সিঙ্গাপুর, ইতালি, ভারতের দিল্লি ও জয়পুরসহ বেশ কয়েকটি জায়গায় সাড়া জাগিয়েছে।
‘বৃহন্নলা’ প্রযোজনা করেছেন ফিল্ম হকার, সহযোগী প্রযোজনায় এটিএন বাংলা। এতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, ইন্তেখাব দিনার প্রমুখ।
আগামী ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে এই ফিল্ম উৎসব।