আন্তর্জাতিক ডেস্কঃ
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে বোমা হামলায় কুর্দি আসায়েশ বাহিনীর ১০ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।
লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, আজ (বুধবার) এক ব্যক্তি বিস্ফোরণ বোঝাই একটি গাড়ি চালিয়ে স্থানীয় আল-কামিশলি শহরে আসায়েশ নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরে বিস্ফোরণ ঘটায়। আবদেল রহমান এ বিস্ফোরণকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। হামলায় ছয়জন বেসামরিক ব্যক্তিও মারা গেছেন।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল অনলাইন বিবৃতিতে এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। এতে বলা হয়েছে, হামলাকারী বিস্ফোরণের জন্য বিস্ফোরক ভর্তি একটি ওয়াটার ট্যাংকার ব্যবহার করে।
কামিশলি শহরটি কুর্দি ও সিরিয়ার সরকারি সেনারা যৌথভাবে নিয়ন্ত্রণ করে আসছে।