মিজানুর রহমান কমলগঞ্জ প্রতিনিধিঃকমলগঞ্জের শমশেরনগর বাজারের ব্যাবসায়ী আব্দুল কাইয়ুম কে গত ৬ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকার সময় তার নিজ দোকান থেকে প্রবাসী শামসুল ইসলামের বাসায় ডেকে নিয়ে নির্যাতনের প্রতিবাদে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘঠিকা হতে ১১ ঘঠিকা পর্যন্ত শমশেরনগর বণিক কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধ ও প্রতিবাদ সভা করেন শমশেরনগর চৌমুহনায়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদ,বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ইজ্জাদ, প্রথম আলোর প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু,আব্দুল মুহিত, তাজুদ আলী মেম্বারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,আগামীকাল বিকেল ৪ টার মধ্যে যারা কাইয়ুম কে নির্যাতন করেছে তাদেরকে গ্রেফতার করা না হয় এবং কাইয়ুমের উপর যে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তাহলে তারা আগামীকাল আরো কঠোর আন্দোলনে যাবেন।