স্টাফ রিপোর্টার,
ভারতের ঝাড়খন্ডের দেওঘরে বৈদ্যনাথ ধামের কাছে পদপিষ্ট হয়ে সোমবার কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও পঞ্চাশ জন। দ্বিতীয় শ্রাবণ উপলক্ষে বৈদ্যনাথ ধামের বেলাবাগান দুর্গা মন্দিরে লক্ষ লক্ষ পূণ্যার্থী ভিড় করেছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোর পাঁচটা নাগাদ মন্দির চত্বরে প্রবেশ নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। পনেরো কিলোমিটার লম্বা লাইনে ঠেলাঠেলির জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সান্ডিলের ডিজি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় সামলাতে পুলিশ লাঠিচার্জ শুরু করাতেই এই বিপত্তি। পুলিশের লাঠিচার্জে একজন পড়ে যাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েন অন্যরা। ছোটাছুটি শুরু করে দেন। যার ফলে ঘটে যায় অনভিপ্রেত এই দুর্ঘটনা। প্রশাসনের তরফে জানা গেছে বার্ষিক শ্রাবণ সোমবার পালনের উদ্দেশ্যে লক্ষ মানুষের ভিড় জমে মন্দির চত্ত্বরে। সন্ধ্যার মধ্যে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সংবাদ শিরোনাম ::
ভারতের ঝাড়খন্ডে পদপিষ্ট হয়ে ১১ পূণ্যার্থীর মৃত্যু
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫
- 501
ট্যাগস :