ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশী সংস্কৃতির বিকাশ বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের উদ্দোগে কার্ডিফে মরহুম ফিরুজ আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত নো-ভিসা ফি বৃদ্ধি ও ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধের পায়তারার দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না: মির্জা আব্বাস আমার সারাক্ষণই ভূমিকম্প অনুভব হয়: পরীমণি ‘অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকার’ কারাগার থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে: ইসি মাছউদ ‘বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়’

মদ পরিবেশনে অস্বীকার, সাসপেন্ড বিমানসেবিকা

1040
যাত্রীদের মদ পরিবেশনে অস্বীকার করায় সাসপেন্ড হলেন এক বিমানসেবিকা। এক মার্কিন বিমান সংস্থার বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই বিমান সংস্থার বিরুদ্ধে এ বার আইনি লড়াইয়ে নেমেছেন চারী স্ট্যানলি নামের ওই বিমানসেবিকা। সংশ্লিষ্ট কর্ত়ৃপক্ষ তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ আনলেও স্ট্যানলির দাবি, ধমীয় কারণেই উড়ানে মদ পরিবেশন করতে চাননি তিনি।
সূত্রের খবর, গত তিন বছর ধরেই আটলান্টার এক্সপ্রেসজেট এয়ারলাইন্সের বিমানসেবিকা হিসাবে কাজ করছেন স্ট্যানলি। বছর দুয়েক আগে ইসলামে ধর্মান্তরিত হন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘উদার’ পরিবেশে যা স্বাভাবিক ঘটনা। অন্তরের সঙ্গে সঙ্গে বহিরঙ্গেও পরিবর্তন আসে তাঁর। ‘হিজাব’ পড়তে শুরু করেন বছর চল্লিশের স্ট্যানলি। পাশাপাশি, নিজের পেশায় থাকতে গেলে তাঁর প্রাত্যহিক কাজকর্মেও বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয় তাঁকে। অভিযোগ, তা তাঁর নতুন ধর্মের জন্য। বিমানসেবিকা হিসাবে উড়ানের যাত্রীদের মদ পরিবশেন করাটা স্ট্যানলির কাজের অঙ্গ। কিন্তু, ধর্মান্তরিত হওয়ার পর সে কাজ করতে রাজি ছিলেন না তিনি। ফলে গত জুনে মদ পরিবেশেনের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন স্ট্যানলি। সে সময়কার মতো তা মেনেও নেয় সংস্থা। কিন্তু, বিপত্তি বাধে গত অগস্টে। সংস্থারই এক কর্মচারী এ নিয়ে স্ট্যানলির বিরুদ্ধে অভিযোগ (ইন্টার্নাল কমপ্লেন্ট) জানায়। অভিযোগে স্ট্যানলির পোশাক নিয়েও আপত্তি জানান সেই কর্মীচারী। ঘটনার পর ওই বিমানসেবিকাকে বিনা মাইনেয় ১২ মাসের সাসপেনশনে পাঠায় সংস্থা। এর পরই বিষয়টি নিয়ে ইক্যুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন (ইইওসি)-এ নালিশ করেছেন স্ট্যানলি। কমিশনে স্ট্যানলির আইনজীবীর দাবি, “দেশ জুড়ে ইসলামভীতির এ আর একটি উদাহরণ মাত্র।” আমেরিকায় এ রকম বিদ্বেষমূলক নানা অভিযোগ উঠছে বলে দাবি স্ট্যানলির আইনজীবীর। আগামী ছ’মাসের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করতে হবে কমিশনকে। আপাতত সেই রায়ের দিকেই তাকিয়ে স্ট্যানলি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশী সংস্কৃতির বিকাশ বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী

মদ পরিবেশনে অস্বীকার, সাসপেন্ড বিমানসেবিকা

আপডেট সময় : ০৯:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫

1040
যাত্রীদের মদ পরিবেশনে অস্বীকার করায় সাসপেন্ড হলেন এক বিমানসেবিকা। এক মার্কিন বিমান সংস্থার বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই বিমান সংস্থার বিরুদ্ধে এ বার আইনি লড়াইয়ে নেমেছেন চারী স্ট্যানলি নামের ওই বিমানসেবিকা। সংশ্লিষ্ট কর্ত়ৃপক্ষ তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ আনলেও স্ট্যানলির দাবি, ধমীয় কারণেই উড়ানে মদ পরিবেশন করতে চাননি তিনি।
সূত্রের খবর, গত তিন বছর ধরেই আটলান্টার এক্সপ্রেসজেট এয়ারলাইন্সের বিমানসেবিকা হিসাবে কাজ করছেন স্ট্যানলি। বছর দুয়েক আগে ইসলামে ধর্মান্তরিত হন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘উদার’ পরিবেশে যা স্বাভাবিক ঘটনা। অন্তরের সঙ্গে সঙ্গে বহিরঙ্গেও পরিবর্তন আসে তাঁর। ‘হিজাব’ পড়তে শুরু করেন বছর চল্লিশের স্ট্যানলি। পাশাপাশি, নিজের পেশায় থাকতে গেলে তাঁর প্রাত্যহিক কাজকর্মেও বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয় তাঁকে। অভিযোগ, তা তাঁর নতুন ধর্মের জন্য। বিমানসেবিকা হিসাবে উড়ানের যাত্রীদের মদ পরিবশেন করাটা স্ট্যানলির কাজের অঙ্গ। কিন্তু, ধর্মান্তরিত হওয়ার পর সে কাজ করতে রাজি ছিলেন না তিনি। ফলে গত জুনে মদ পরিবেশেনের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন স্ট্যানলি। সে সময়কার মতো তা মেনেও নেয় সংস্থা। কিন্তু, বিপত্তি বাধে গত অগস্টে। সংস্থারই এক কর্মচারী এ নিয়ে স্ট্যানলির বিরুদ্ধে অভিযোগ (ইন্টার্নাল কমপ্লেন্ট) জানায়। অভিযোগে স্ট্যানলির পোশাক নিয়েও আপত্তি জানান সেই কর্মীচারী। ঘটনার পর ওই বিমানসেবিকাকে বিনা মাইনেয় ১২ মাসের সাসপেনশনে পাঠায় সংস্থা। এর পরই বিষয়টি নিয়ে ইক্যুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন (ইইওসি)-এ নালিশ করেছেন স্ট্যানলি। কমিশনে স্ট্যানলির আইনজীবীর দাবি, “দেশ জুড়ে ইসলামভীতির এ আর একটি উদাহরণ মাত্র।” আমেরিকায় এ রকম বিদ্বেষমূলক নানা অভিযোগ উঠছে বলে দাবি স্ট্যানলির আইনজীবীর। আগামী ছ’মাসের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করতে হবে কমিশনকে। আপাতত সেই রায়ের দিকেই তাকিয়ে স্ট্যানলি।