স্টাফ রিপোর্টার,
চাঁদপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদকবিক্রেতাকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতরাতে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকায় এ ঘটনা ঘটে। হাইমচর থানার ওসি ওয়ালী উল্যাহ জানিয়েছেন, রাতে জসিম ভূঁইয়া নামের এক মাদকবিক্রেতাকে ইয়াবাসহ আটকের পর থানায় নেয়ার পথে হামলার মুখে পড়ে পুলিশের দলটি। জসিমের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পুলিশের একটি শটগান ছিনিয়ে নেয়। এসময় পুলিশ ফাঁকা গুলি করলে হামলাকারীরা হাতকড়া পরা অবস্থায় জসিমকে নিয়ে পালিয়ে যায়। ছিনিয়ে নেয়া শটগানটি পরে পরিত্যক্ত অবস্থায় ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। আহত এসআই ইউনুস মিয়া, এএসআই আবুল কালাম, মো. আনোয়ার, মো. আজাদ ও কনস্টেবল মো. হালিম। তাদেরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
মাদকবিক্রেতাকে ছিনিয়ে নিলো সহযোগীরা
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫
- 288
ট্যাগস :